Most Read Jobs Site in Bangladesh

পল্লী সঞ্চয় ব্যাংকে ‘আইন উপদেষ্টা’ পদে চাকরির সুযোগ

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ ২০২১ : Palli Sanchay Bank নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী সঞ্চয় ব্যাংক। পল্লী সঞ্চয় ব্যাংকে আইন উপদেষ্টা নিয়ােগের নিমিত্তে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন আপনিও।

Running all government Job Circular 

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | Palli sanchay bank

পদের নাম: আইন উপদেষ্টা
পদসংখ্যা” ০১টি
শিক্ষাগত যােগ্যতা: এল এল বি (সম্মান), এল এল, এম। শিক্ষাজীবনে ৩য় বিভাগ/ শ্রেণি গ্রহণযােগ্য নয়।
বাংলাদেশ বার কাউন্সিল-এর সনদ থাকতে হবে।

Palli Sanchay bank চাকরির অন্যান্য তথ্য

  • বাংলাদেশ বার কাউন্সিল-এর সনদ থাকতে হবে।
  • সনদপ্রাপ্ত আইনজীবী হিসেবে ১৫ (পনের) বছরের অভিজ্ঞতা (হাইকোর্ট বিভাগে ন্যূনতম ০৫ ও আপিল বিভাগে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে)।
  • ফৌজদারি অপরাধে দন্ডপ্রাপ্ত বা বিচারাধীন প্রার্থী আবেদন করার যােগ্য নন।
  • প্রাথমিকভাবে ২ বছরের জন্য নিয়ােগ করা হবে। পারফরমেন্সের ভিত্তিতে মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে।
  • মাসিক সম্মনী আলােচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

পল্লী সঞ্চয় ব্যাংকে আইন উপদেষ্টাকে প্রতি কর্মদিবসে ন্যুনতম ৩ ঘন্টা ব্যাংকে অফিস করতে হবে। আইন উপদেষ্টা ব্যাংকের বিভিন্ন আইনগত বিষয়ে মতামত প্রদানসহ বিভিন্ন আদালতের মামলাসমূহ তদারকি করবেন। [ads2]

Palli Sanchay bank Job Circular 2021

আগ্রহী প্রার্থীকে ২ কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি এবং প্রয়ােজনীয় সনদপত্রসহ আবেদন আগামী ০৪/১১/২০২১ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের ঠিকানায়  পৌছাতে হবে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

পিএসসিতে নন–ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

See also  কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে সিটি ব্যাংকে চাকরি, বেতন ১৭,০০০ টাকা