পল্লী সঞ্চয় ব্যাংকে ‘আইন উপদেষ্টা’ পদে চাকরির সুযোগ
পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ ২০২১ : Palli Sanchay Bank নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী সঞ্চয় ব্যাংক। পল্লী সঞ্চয় ব্যাংকে আইন উপদেষ্টা নিয়ােগের নিমিত্তে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন আপনিও।
Running all government Job Circular
পদের নাম: আইন উপদেষ্টা
পদসংখ্যা” ০১টি
শিক্ষাগত যােগ্যতা: এল এল বি (সম্মান), এল এল, এম। শিক্ষাজীবনে ৩য় বিভাগ/ শ্রেণি গ্রহণযােগ্য নয়।
বাংলাদেশ বার কাউন্সিল-এর সনদ থাকতে হবে।
Palli Sanchay bank চাকরির অন্যান্য তথ্য
- বাংলাদেশ বার কাউন্সিল-এর সনদ থাকতে হবে।
- সনদপ্রাপ্ত আইনজীবী হিসেবে ১৫ (পনের) বছরের অভিজ্ঞতা (হাইকোর্ট বিভাগে ন্যূনতম ০৫ ও আপিল বিভাগে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে)।
- ফৌজদারি অপরাধে দন্ডপ্রাপ্ত বা বিচারাধীন প্রার্থী আবেদন করার যােগ্য নন।
- প্রাথমিকভাবে ২ বছরের জন্য নিয়ােগ করা হবে। পারফরমেন্সের ভিত্তিতে মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে।
- মাসিক সম্মনী আলােচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
পল্লী সঞ্চয় ব্যাংকে আইন উপদেষ্টাকে প্রতি কর্মদিবসে ন্যুনতম ৩ ঘন্টা ব্যাংকে অফিস করতে হবে। আইন উপদেষ্টা ব্যাংকের বিভিন্ন আইনগত বিষয়ে মতামত প্রদানসহ বিভিন্ন আদালতের মামলাসমূহ তদারকি করবেন। [ads2]
Palli Sanchay bank Job Circular 2021
আগ্রহী প্রার্থীকে ২ কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি এবং প্রয়ােজনীয় সনদপত্রসহ আবেদন আগামী ০৪/১১/২০২১ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের ঠিকানায় পৌছাতে হবে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।