The news is by your side.

নিঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে একাধিক পদে চাকরি

Career - Nirjhor Cantonment Public School and College

0

নিঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিয়োগ ২০২২ : (Nirjhor Cantonment job circular 2022) নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ঢাকা সেনানিবাসের নির্ঝর এলাকায় অবস্থিত একটি বিদ্যালয়। প্রায় সাড়ে ছয় একর জমির উপরে তিন তলা বিশিষ্ট বিদ্যালয়য়ের ভবনে রয়েছে মোট ৬২টি কক্ষ। এর মধ্যে ৫০টি শ্রেনিকক্ষসহ অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রশাননিক কক্ষ, হিসাব শাখা , মেডিকেয়ার কক্ষ। রয়েছে একটি সবুজ খেলার মাঠ, শিশুদের পার্ক ও অবিভাবক অপেক্ষাগার। প্রতিষ্ঠানটিতে বর্তমান সভাপতিসহ এ পর্যন্ত মোট পাঁচজন সুদক্ষ এবং চৌকস অফিসার পরিচালনা পর্ষদের সভাপতির পদ অলংকৃত করেছেন এবং এ পর্যন্ত ৭৫ জন শিক্ষক ৬৪ জন নন-টিচিং স্টাফ এবং নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৩৬ টি সেকশনে মোট ১৫৪২ জন শিক্ষার্থী রয়েছে।

Career – Nirjhor Cantonment Public School and College

ঢাকা সেনানিবাসের নির্ঝর এলাকায় অবস্থিত এই নিঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রায়ই বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিয়োগ ২০২২ প্রকাশ করে থাকে সেই ধারাবাহিকতায় নিঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর নিজস্ব অর্থায়নে একাধিক শুন্য পদে লোকবল নিয়োগ দিবে ।

নিঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিয়োগ ২০২২

 

নিঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিয়োগ ২০২২ - sherajobs.com

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিয়োগ ২০২২

অন্যান্য সুবিধা ও নির্বাচনি পরীক্ষা: প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, প্রণােদনা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা এবং চাকুরি স্থায়ী হওয়া স্বাপেক্ষে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে। নির্বাচনী ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় এসএমএস এর মাধ্যমে জানানাে হবে (ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না)। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র দেখাতে হবে।

See also  2023 Officer Cadet Batch - নৌবাহিনী অফিসার ক্যাডেট ব্যাচ ২০২৩

Nirjhor Cantonment job circular 2022

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (জিমেইল ও মােবাইল নম্বরসহ), শিক্ষাগত যােগ্যতা, জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তােলা ৩ কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি এবং অভিজ্ঞতা (যদি থাকে) সনদ এবং সভাপতি, পরিচালনা পর্ষদ, নিঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা সেনানিবাস এর অনুকূলে (সােনালী, অগ্রণী, জনতা অথবা ট্রাস্ট ব্যাংক এর যেকোনাে শাখা হতে) উল্লিখিত (১) নং পদের জন্য ৫০০/- টাকা এবং অন্যান্য পদের জন্য ৩০০/- টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযােগ্য) সহ আবেদনপত্র আগামী ১৮ আগস্ট ২০২২ তারিখ দুপুর ০২:০০ ঘটিকার মধ্যে কলেজ কার্যালয়ে পৌছাতে হবে অথবা www.ncpsc.edu.bd এর carrier tab এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনের সময়সীমা: ১৮ আগস্ট ২০২২ তারিখ

Leave A Reply

Your email address will not be published.