The news is by your side.

নেপচুন ল্যাবরেটরীজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Neptune Laboratories Job Circular 2022

Neptune Laboratories Job Circular 2022

নেপচুন ল্যাবরেটরীজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : দ্রুত সম্প্রসারণশীল আন্তর্জাতিক মানের জিএমপি সার্টিফাইড ন্যাচারাল ঔষধ প্রস্ততকারক প্রতিষ্ঠান নেপচুন ল্যাবরেটরীজ লিঃ এর সমগ্র দেশব্যাপী বিপণন কার্যক্রমকে আরাে গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে নিম্নোক্ত পদে উদ্যমী, আত্মপ্রত্যয়ী ও পরিশ্রমী প্রার্থীদের আকর্ষণীয় বেতন ভাতাদি প্রদানের ভিত্তিতে দরখাস্তের আহবান জানিয়ে নেপচুন ল্যাবরেটরীজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে । নেপচুন ল্যাবরেটরীজ লিমিটেড চাকরিতে আগ্রহী হলে সরাসরি মৌখিক পরিক্ষায় অংশ গ্রহনের প্রস্তুতি নিন ।

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ থেকেবসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | বসুন্ধরা গ্রুপে একাধিক পদে চাকরির সুযোগ

নেপচুন ল্যাবরেটরীজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পদের নাম: মেডিকেল প্রতিনিধি
আবদন যােগ্যতা: এইচএসসি/সমমান (যে কোন বিভাগ)। (এইচএসসি/সমমান পাশকৃত প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান সার্টিফিকেট অনুযায়ী বয়স ন্যূনতম ২৪ বছর হতে হবে। অধ্যায়নরত ছাত্রদের আবেদন গ্রহণযােগ্য নয়।)
প্রার্থীকে বাংলাদেশের যে কোন জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রার্থীকে স্মার্ট ও পরিশ্রমী হতে হবে। * সাবলীলভাবে ইংরেজী পড়ার দক্ষতা থাকতে হবে।
বয়স : সর্বোচ্চ ৩০ বছর।

পদের নাম: মেডিকেল প্রমােশন অফিসার
আবদন যােগ্যতা: স্নাতক/পাস/সমমান (যে কোন বিভাগ)। ও প্রার্থীকে বাংলাদেশের যে কোন জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

Neptune Laboratories Job Circular 2022

সুযোগ সুবিধা সমূহ: ইনসেনটিভ এচিভমেন্ট পলিসি। বাৎসরিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনকারীদের বিদেশ ভ্রমনের সুযােগ। ভাল পারফরমারদের পদোন্নতির সুযােগ ও আনুসঙ্গিক সুবিধা কোম্পানীর নিয়মানুযায়ী প্রধান করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ থেকেপ্রিটি গ্রুপে আকর্ষণীয় বেতনে একাধিক পদে চাকরি

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের ব্যবস্থাপনা পরিচালক বাবর স্ব-হস্তে লিখিত আবেদনপত্র, পূর্ণ জীবন-বৃত্তান্ত, সদ্য তােলা তিন কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যােগ্যতার সনদসহ (মূল ও ফটোকপি) মেডিকেল প্রতিনিধি ও মেডিকেল প্রমােশন অফিসারগণ আগামী ২৯ জানুায়ারি ২০২২ইং থেকে ০৩ ফেব্রুয়ারি ২০২২ইং তারিখের মধ্যে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত নিম্নলিখিত ঠিকানায় সরাসরি মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

See also  আরএফএলে 'সিনিয়র এক্সিকিউটিভ' পদে চাকরির সুযোগ

নেপচুন ল্যাবরেটরীজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সরাসরি সাক্ষাৎতের ঠিকানাসমূহ

  • ঢাকা: ২৫, ব্লক-ডি, লালমাটিয়া (খেলার মাঠ সংলগ্ন), মােহাম্মদপুর, ঢাকা-১২০৭।
  • গাজীপুর লুসা ভিলা, হাউজ নং- ৬৩৪, (মেডিপ্যাথ হাসপাতালের পার্শ্বে), চান্দনা চৌরাস্তা, গাজীপুর। মােবা: ০১৯৩৮৮৮৫০১৭
  • ময়মনসিংহ: ৫/বি, আর, কে মিশন রােড, ময়মনসিংহ। মােবা: ০১৯৩৮৮৮৫০৬৫,
  • সিলেট সুফিয়া ম্যানশন (নীচ তলা), তালতলা সিলেট: মােবা: ০১৭৬০৫৯৪৫৪২,
  • কুমিল্লা: মনােয়ারা মঞ্জিল,হােন্ডিং নং-২১১৬, পশ্চিম বাগিচাগাঁও, নীলয় সােসাইটি, স্টেশন রােড, কুমিল্লা। মােবাঃ ০১৯৩৮৮৮৫২৭০,
  • বগুড়া : নীলয় ভিলা (নীচ তলা), বনবিভাগ সংলগ্ন, গােহাইল রােড, কৈগাড়ী, বগুড়া। মােবা: ০১৯৩৮৮৮৫১৭২,
  • রাজশাহী: ২২৩/৩, পদ্মা আ/এ, (নীচ তলা), বােয়ালীয়া, রাজশাহী। মােবা: ০১৯৩৮৮৮৫৩৩০,
  • রংপুর: স্টেশন রােড, শাপলা চত্তর, রংপুর। মােবা: ০১৫১৮৯৫৪৯২৯।
  • খুলনা: পাওয়ার হাউজ মােড়ের পূর্ব পার্শ্বে, সিটি কর্পোরেশন মার্কেটের ২য় তলা, খুলনা। মােবা: ০১৯৩৮৮৮৫০৭০

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ থেকেচাকরির ডাক ২৮ জানুয়ারি ২০২২ | সাপ্তাহের সেরা চাকরির খবর

নেপচুন ল্যাবরেটরীজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ নির্বাচিত প্রার্থীদের ঢাকায় চার সপ্তাহ প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ চলাকালীন সময়ে থাকা ও খাওয়ার সম্পূর্ণ ব্যয় কোম্পানী বহন করবে। কোন প্রকার আর্থিক জামানত নেওয়া হয় না।

প্রতিষ্ঠানের ঠিকানা: নেপচুন ল্যাবরেটরীজ লিঃ প্রধান কার্যালয় ও নেপচুন হাব: ২/৫, ব্লক- ডি, লালমাটিয়া (খেলার মাঠ সংলগ্ন), মােহাম্মদপুর, ঢাকা – ১২০৭। website: www.neptune.com.bd

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ থেকেকুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Comilla University Job Circular 2022

Source দৈনিক প্রথম আলো
Via সেরাজবস ডট কম