মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার নিয়ম | মুক্তপাঠ সার্টিফিকেট আবেদন
মুক্তপাঠ - ডিজিটাল লিটারেসি সেন্টার (DLC)
মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার নিয়ম : মুক্তপাঠ কোর্স রেজিস্ট্রেশন পদ্ধতি মুক্তপাঠ সার্টিফিকেট আবেদন, মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড : muktopaath gov bd , মুক্তপাঠ রেজিস্ট্রেশন : কিভাবে মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করবেন । মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড এবং আবেদন কিভাবে করবেন, মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার নিয়ম বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে এই আটিক্যাল তৈরি করা হয়েছে । ১০০% মুক্তপাঠ কোর্স সম্পন্ন করা আবেদনকারী প্রার্থীগন https://muktopaath.gov.bd ওয়েবসাইট -এর মাধ্যমে মুক্তপাঠ কোর্স সার্টিফিকে জন্য আবেদন করতে পারবেন। অনুমোদন হলে আপনি সহজেই অনলাইন থেকে মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার নিয়ম
মুক্তপাঠ কোর্স -এর একটি অফলাইন সংস্করণ রয়েছে। আপনি মুক্তপাঠ কোর্স শেষ করলে একটি সার্টিফিকেট পাবেন। তাই আসুন সবাই মুক্তপাঠ সদস্য হই। প্রত্যেকে যখনই এবং যেখানে খুশি শেখতে পারেন মুক্তপাঠ কোর্স। মুক্তপাঠ কোর্স কোর্স গুলি আপনি সব পাবেন বিনামূল্য।
মুক্তপাঠ আসলে কি?
অনেকেই জানতে চান মুক্তপাঠ আসলে কী? আমরা প্রতিদিন মুক্তপাঠ “muktopaath” শব্দটি ব্যবহার করছি। আমাদে কাছে প্রতিদিন ম্যাসেঞ্জারে সবাই এই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছে।। তাই মুক্তপাঠ বিষয় টি সম্পর্কে কিছু কথা বলতে চাই, যেন আর কারো কোন সমস্যা না থাকে। আসলে প্রথমে মুক্তপাঠ কী সেটা জানতে হবে।। মুক্তপাঠ হচ্ছে উন্মুক্ত একটি ই লার্নিং প্ল্যাটফর্ম। এটি একটি অনলাইন কোর্স যেখানে অংশগ্রহণ করে আপনি নিজের জ্ঞান দক্ষতা অর্জন করতে পারবেন। শুধু তাই নয় এই মুক্তপাঠের মাধ্যমে অসহায়, সুবিধা বঞ্চিতদের শিক্ষামূলক বৃত্তি প্রদান করে তাদের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করে দিবে।
কেন মুক্তপাঠ কোর্সে আবেদন করবেন ?
তাহলে আমাদের কী করতে হবে, এ জন্য মুক্তপাঠ নামক একটি ওয়েব সাইট রয়েছে যার www.muktopaath.gov.bd এই ওয়েব সাইটে গিয়ে আপনার ইমেইল দিয়ে নিবন্ধন ফর্ম পূরন করে আপনারা এর সদস্য হতে পারবেন। এই মুক্তপাঠ যে কোর্স সমূহ রয়েছে তা হলো শিক্ষা সংক্রান্ত শিক্ষক বাতায়ন,মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি,মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেম,তাছাড়া কেঁচো সার,আছে ইলাস্ট্রেটর আছে বৈদেশিক কর্মসংস্থানের জন্য পূর্বপ্রস্তুতি, আছে হাউস কিপিং গৃহকর্ম প্রশিক্ষণ, UDC উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন।
মুক্তপাঠ কোর্স বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ
মুক্তপাঠের ব্যপকতা এত বেশি যে এখানে শিক্ষক,শিক্ষার্থী, যুবসমাজ,কর্মজীবি ব্যক্তিবর্গ,বিদেশগামী কর্মী,প্রবাসী কর্মী,গৃহিণী সবাই সবাই এই মুক্তপাঠ ব্যবহার করতে পারবেন। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে মুক্তপাঠ সবার জন্য উন্মুক্ত সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিদেশগামী কর্মীদের করনীয়,বিদেশে চাকুরী ইচ্ছুক কর্মীদের অনলাইন আবেদন, অনলাইনে ভিসা চেক টিউটোরিয়াল পাসপোর্ট, অনলাইন এ এজেন্ট ব্যাংকিং চেক,অনলাইনে পন্যের বিজ্ঞাপন,শিক্ষা প্রতিষ্ঠান এ ভর্তি,অনলাইনে পরীক্ষার ফলাফল প্রকাশ,ই লার্নিং প্লাটফর্ম এ ভিডিও টিউটোরিয়াল, স্বাস্থ্য সেবা,টিন সার্টিফিকেট আবেদন,ভিসা চেক করার উপায়,কৃষি সেবা,ই ফাইল,ই পর্চার জন্য আবেদন,ফটোশপ,কম্পিউটার ট্রাবল শূটিং ইত্যাদির ভিডিও টিউটোরিয়াল যা দেখে খুব সহজেই নিজের দক্ষতা অর্জন করতে পারবেন।
মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার নিয়ম
মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার নিয়ম, মুক্তপাঠ কোর্স রেজিস্ট্রেশন পদ্ধতি মুক্তপাঠ সার্টিফিকেট আবেদন, Muktopaath certificate download, মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড, muktopaath gov bd , মুক্তপাঠ রেজিস্ট্রেশন, কিভাবে মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করবেন । এ বিষয়ে খুটিনাটি জানতে নিবনধনটি মনযোগ দিয়ে পড়তে পরামর্শ দেয়া হলো ।
মুক্তপাঠ লগইন করবেন যেভাবে?
মুক্তপাঠ লগইন করতে ইন্টারনেটযুক্ত কম্পিউটার অথবা মোবাইল থেকে। প্রথমে https://muktopaath.gov.bd সাইটে ভিজিট করুন। লগইন করার জন্য Log in মেন্যুতে গিয়ে Email ও Password দিয়ে লগইন করে বামপাশের সার্টিফিকেট অপশনে ক্লিক করুন। এবার আপনি যে কোস ১০০% সম্পন্ন করেছেন সেই কোর্সের সার্টিফিকেটের আবেদন করুন। যদি আপনি পূর্বে আবেদন করে থাকেন, অনুমোদন হলে সেই কোর্সের Muktopaath certificate download করতে পারবেন।
রেজিস্ট্রেশন করুন – মুক্তপাঠ
- ১। আপনার সম্পূর্ণ নাম পূরণ করুন।
- ২। আপনার পেশা নির্বাচন করুন।
- ৩। আপনার জেন্ডার নির্বাচন করুন।
- ৪। ইমেইল অথবা ফোন নম্বর পূরণ করুন।
- ৫। আপনার পাসওয়ার্ড পূরণ করুন।
- ৬। পাসওয়ার্ড নিশ্চিত করার জন্য পুনরায় পূরণ করুন।
- ৭। “রেজিস্ট্রেশন করুন” বাটনে ক্লিক করুন।
- ৮। আপনার ইমেইল অথবা ফোন নম্বর চেক করুন, একটি ভেরিফিকেশন কোড/লিংক পাঠানো হয়েছে।
- ৯। ভেরিফিকেশন কোড দিয়ে একাউন্ট ভেরিফাই করুন।
- ১০৷ আন্তর্জাতিক নিবন্ধনের জন্য ইমেল ব্যবহার করুন।
মুক্তপাঠ সার্টিফিকেট কি কাজে লাগে?
মুক্তপাঠ কোর্স সম্পন্ন করার পর যে সার্টিফিকেট প্রধান করা হয়, সেটিই কোর্স প্রোভাইডার প্রতিষ্ঠানের অথরাইজড সার্টিফিকেট। বিভিন্ন ক্ষেত্রে মুক্তপাঠ কোর্স সার্টিফিকেট -এর মূল্যায়ন আছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে মুক্তপাঠের নির্দিষ্ট কিছু কোর্সের গ্রহণযোগ্যতা রয়েছে। যেমন : স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় চিকিৎসকদের জন্য করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত অনলাইন প্রশিক্ষণ কোর্সটি করে শুধু মাত্র চিকিৎসকরা সেচ্ছাসেবী চিকিৎসক হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা কন্ট্রোল হটলাইনে যুক্ত হয়ে চিকিৎসা পরামর্শ ও সেবা দিতে পারছেন ।
এছাড়া, সরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের মধ্য থেকে A2i পরিচালিত ICT4E জেলা অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রামের আওতায় অ্যাম্বাসেডর নির্বাচিত হতে হলে মুক্তপাঠের বেসিক টিচার্স ট্রেনিং ও মাল্টিমিডিয়া কনটেন্ট ডেভেলপমেন্ট কোর্স ২টি করা ও মুক্তপাঠ সার্টিফিকেট প্রদর্শন করা বাধ্যতামূলক।
মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করতে কোন সমস্যা হলে তার বিবরন, কোর্সের নাম ও ব্যাচ নম্বর সহ এই [email protected] ঠিকানায় সহযোগীতা নেয়া যাবে৷
মুক্তপাঠ রেজিস্ট্রেশন সম্পর্কিত টপিক
Muktopaath People also search: মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার নিয়ম বেসিক ট্রেনিং মুক্তপাঠ উত্তর মুক্তপাঠ কুইজ উত্তর পিডিএফ মুক্তপাঠের বিকল্প লিংক মুক্তপাঠ মানসিক স্বাস্থ্যসেবা মানবাধিকার বিষয়ক অনলাইন কোর্স, মুক্তপাঠ লগইন, মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড, মুক্তপাঠ সকল কোর্স, মুক্তপাঠ সার্টিফিকেট আবেদন, মুক্তপাঠ ওয়েব সাইড, মুক্তপাঠ কোর্স, মুক্তপাঠ অনলাইন কোর্স, মুক্তপাঠ, মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার নিয়ম
আরও পড়ুন : মুক্তপাঠ সকল কোর্স – MuktoPaath Courses