জালালাবাদ গ্যাস রেজাল্ট | জালালাবাদ গ্যাসে নিয়োগ পেলেন যাঁরা
JGTDSL Result 2022 - Jalalabad Gas Transmission
জালালাবাদ গ্যাস রেজাল্ট : JGTDSL Exam Result জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিটেডে (জেজিটিডিএসএল) ১০ পদে নিয়োগের জন্য ৬৩ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিটেড -এর ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জালালাবাদ গ্যাস রেজাল্ট বিষয়ক এসব তথ্য জানানো হয়েছে।
জালালাবাদ গ্যাস রেজাল্ট
জেজিটিডিএসএলের পদগুলো হলো: সহকারী মেডিকেল কর্মকর্তা (নারী), সহকারী ব্যবস্থাপক (সাধারণ), সহকারী ব্যবস্থাপক (অর্থ), সহকারী প্রকৌশলী (সিভিল), সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), সহকারী প্রকৌশলী (কম্পিউটার সায়েন্স), সহকারী প্রকৌশলী (আইপিই), সহকারী প্রকৌশলী (কেমিক্যাল) ও সহকারী প্রকৌশলী (পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস)। এসব পদে মোট ৬৩ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
JGTDSL Exam Result
জালালাবাদ গ্যাসে চূড়ান্ত ভাবে নির্বাচিত নিয়োগ প্রাপ্ত পদ ও সংখ্যা-
- সহকারী মেডিকেল কর্মকর্তা (নারী) পদে ১ জন
- সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদে ৮ জন
- সহকারী ব্যবস্থাপক (অর্থ) পদে ১০ জন
- সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৮ জন
- সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে ৭ জন
- সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদে ১৪ জন
- সহকারী প্রকৌশলী (কম্পিউটার সায়েন্স) পদে ৭ জন
- সহকারী প্রকৌশলী (আইপিই) পদে ২ জন
- সহকারী প্রকৌশলী (কেমিক্যাল) পদে ৩ জন
- সহকারী প্রকৌশলী (পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস) পদে ৩ জন ।
জালালাবাদ গ্যাস নিয়োগ পরিক্ষার ফলাফল
জালালাবাদ গ্যাস নিয়োগ পরিক্ষার ফলাফল বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় ডাকযোগে এবং ই-মেইলে নিয়োগপত্র পাঠানো হবে।
প্রার্থীদের আগামী ১০ মার্চ জেজিটিডিএসএলে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
জালালাবাদ গ্যাস নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের তালিকা জেজিটিডিএসএলের এই ওয়েবলিংকে পাওয়া যাবে ।