সিলেট বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২১ | HSC Result 2021 Sylhet Board
HSC Result 2021 Sylhet Board With Subject Number Marksheet
সিলেট বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২১ : সিলেট শিক্ষা বাের্ডের আওতাধীন সকল কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, ২০২১ সনের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল বাের্ড হতে পরীক্ষার ফলাফলের কোন হার্ডকপি সরবরাহ করা হবে না।
সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২১
সিলেট শিক্ষা বাের্ডের ওয়েবসাইটঃ www.Sylhetboard.gov.bd এ Exam Result প্যানেলে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে স্ব-স্ব প্রতিষ্ঠান Result Sheet download/print করতে পারবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২১ এর ফরম পূরণের সময় প্রদত্ত মােবাইল নম্বরে পরীক্ষার্থীর সিলেট বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২১ ফলাফল প্রদান করা হবে।
পরীক্ষার্থীগণ সমন্বিত শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইটঃ www.educationboardresult.gov.bd এবং সংশ্লিষ্ট বাের্ডের ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবে। যে কোন মােবাইল নম্বর হতে HSC<>Board Name<>Roll<>Year লিখে SEND to 16222 এ SMS এর মাধ্যমে ফলাফল জানা যাবে।
HSC Result 2021 Sylhet Board
(উদাহরণ: HSC<>Syl<>101214<>2021 লিখে SEND to 16222) পুনঃনিরীক্ষণের জন্য SMS এর মাধ্যমে ১৪/০২/২০২২ খ্রি. তারিখ থেকে ২০/০২/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। টেলিটক বাংলাদেশ লি. প্রদত্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।
উল্লেখ্য শিক্ষা মন্ত্রনালয়, শিক্ষা বাের্ড বা পত্রিকা অফিসে পরীক্ষার ফল পাওয়া যাবে না বা প্রকাশিত হবে না।
- সকল বোর্ডের এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম জানতে এখানে ক্লিক করুন ।