Most Read Jobs Site in Bangladesh

বায়তুল মুকাররমে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচি

বায়তুল মুকাররমে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচি : Holy Eid-ul-Fitr বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচি প্রকাশ ১৮ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচি সংক্রান্ত এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। উক্ত জামাতসমূহে নিম্নোক্ত আলেমগণ ইমাম ও মুকাব্বির-এর দায়িত্ব পালন করবেন।

প্রথম জামাত সকাল ৭টা

  • ইমাম: হাফেজ মুফতি মাওলানা মোঃ মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ ।
  • মুকাব্বির : ক্বারী মোঃ ইসহাক মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ ।

দ্বিতীয় জামাত: সকাল ৮টা

  • ইমাম : হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ ।
  • মুকাব্বির : হাফেজ মো: আব্দুল মান্নান, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ ।

তৃতীয় জামাত : সকাল ৯টা

  • ইমাম : ড.মোঃ আবু ছালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন ।
  • মুকাব্বির : হাফেজ মোঃ আতাউর রহমান, সাবেক মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ ।

চতুর্থ জামাত : সকাল ১০টা

  • ইমাম : হাফেজ মাওলানা মোঃ এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ ।
  • মুকাব্বির : মো শহিদ উল্লাহ, চীফ খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ ।

পঞ্চম ও সর্বশেষ জামাত : সকাল ১০.৪৫টা

  • ইমাম : হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ ।
  • মুকাব্বির : হাফেজ মো: জহিরুল ইসলাম, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

উপর্যুক্ত ৫টি জামাতে কোন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, মুফতি, ইসলামিক ফাউন্ডেশন।

See also  জেনে নিন, ২০২৩ সালের রোজার ঈদ কত তারিখে

ইসলামিক ফাউন্ডেশন

প্রতিষ্ঠাতা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান] আগারগাঁও, শেরে বাংলানগর, ঢাকা ১২০৭

জেনে নিন, ২০২৩ সালের রোজার ঈদ কত তারিখে