The news is by your side.

ইউনিয়ন সমাজকর্মী রেজাল্ট ২০২২ | DSS Result 2022 PDF Download

How to check DSS Somaj Kormi Result 2022

Union Social Worker Job Circular Exam result: The results of written test (MCQ) for the post of Union Social Worker of Directorate of Social Services may be released today. The result of the written examination will be published with the technical assistance of BUET.

২১ অক্টোবর ২০২২ তারিখ অনুষ্ঠিত সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ । সমাজকর্মী ইউনিয়ন পরীক্ষার রেজাল্ট ২০২২ জানতে এখানে ক্লিক করুন

Union Social Worker Job Circular Exam result

ইউনিয়ন সমাজকর্মী রেজাল্ট : সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে লিখিত পরীক্ষার (MCQ) রেজাল্ট  /ফলাফল আজ প্রকাশিত হতে পারে। বুয়েটের কারিগরি সহায়তায় লিখিত পরীক্ষার ফল ইউনিয়ন সমাজকর্মী রেজাল্ট প্রকাশ করা হবে।

ইউনিয়ন সমাজকর্মী রেজাল্ট

সমাজসেবা অধিদপ্তরের একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে। সোমবার বিকেলের মধ্যে ইউনিয়ন সমাজকর্মী রেজাল্ট ঘোষণা করা হতে পারে বলে সূত্রটি জানিয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে ৪৬৩টি শূন্য পদ রয়েছে। সমাজকর্মী পদে আবেদন করেছেন ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন।

ইউনিয়ন সমাজকর্মী পদে লিখিত পরীক্ষার রেজাল্ট প্রথমে সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর এসএমএসের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে।

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২

উল্লেখ্য, গত ২১ অক্টোবর সারাদেশের ৬৪টি জেলায় একযোগে ইউনিয়ন সমাজকর্মী পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬৪টি জেলার ৮৭৭টি কেন্দ্রে একযোগে ইউনিয়ন সমাজকর্মী পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৬ লাখ ৬২ হাজার ২৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৩৬ হাজার ৬৪১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অর্থাৎ অনুপস্থিত ছিলেন ৪ লাখ ২৫ হাজার ৬২৯ জন।

See also  ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, আবেদন অনলাইনে

আরও পড়ুন৪৪তম বিসিএসে শ্রুতলেখকের জন্য আবেদন শুরু

How to check DSS Somaj Kormi Result 2022

উপস্থিতি শতকরা হার ৩৫ দশমিক ৭৩ । ৬৫ জন প্রতিবন্ধী পরীক্ষার্থী শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় অনিয়মের দায়ে ৭০ জনকে বহিষ্কার ও শাস্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে ৫৩ জন পুরুষ ও ১৭ জন নারী।

২০১৮ সালে, ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সে হিসেবে আবেদনের ০৪ বছর পর লিখিত পরীক্ষা নেওয়া হয়।

আরও পড়ুনইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার ফল শিঘ্রই

এর আগে দুইবার সমাজসেবক পদে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও তা স্থগিত করা হয়। ২০১৯ এবং ২০২১ সালে, এই পদের জন্য নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল এবং শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছিল।

DSS Result 2022 PDF Download

সমাজসেবা অধিদপ্তরে তৃতীয় শ্রেণির সমাজকর্মী (ইউনিয়ন) এর স্থায়ী রাজস্ব পদে ৪৬৩টি শূন্য পদ রয়েছে। সারাদেশ থেকে সমাজকর্মী পদে আবেদন করেছেন ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন।

ইউনিয়ন সমাজকর্মী রেজাল্ট ২০২২, DSS Result 2022 PDF Download, ইউনিয়ন সমাজকর্মী রেজাল্ট ২০২২, DSS Result 2022 PDF Download, ইউনিয়ন সমাজকর্মী রেজাল্ট ২০২২, সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার ফলাফল,ইউনিয়ন সমাজকর্মী রেজাল্ট ২০২২ 

আরও পড়ুনইউনিয়ন সমাজকর্মী পদের সাড়ে ৬ লাখ পরীক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড শুরু

ইউনিয়ন সমাজকর্মী পদের রেজাল্ট কবে দিবে ?

DSS Somaj kormi Result 2022″ “DSS Somaj kormi Result” “Somaj kormi Result” “Somaj kormi Result 2022” “DSS Somaj kormi Result published date 2022” “DSS Somaj kormi Result published date” “Somaj kormi Result published date” “Somaj kormi Result published date 2022” “Somaj kormi Result published” “DSS Somaj kormi Result published” “exam rules” “সমাজসেবা অধিদপ্তর রেজাল্ট কবে দিবে” “dss” “How to check DSS Somaj Kormi Result 2022” “DSS Somaj Kormi Result 2022”