Most Read Jobs Site in Bangladesh

Directorate General Of Health Services DGHS Job Circular 2023

DGHS Job Circular 2023 : স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর ৪র্থ, স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর (HPNSP) কমসূচার অন্তর্ভুক্ত ‘হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট (এইচএসএম)” অপারেশনাল প্লানের মেয়াদ পর্যন্ত সরাসরি নিয়োগ পদ্ধতিতে নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সাকুল্য বেতনে জনবল নিয়োগের লক্ষ্যে DGHS Job Circular 2023 প্রকাশ করেছে ।

DGHS Job Circular 2023

হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট স্বাস্থ্য অধিদপ্তর দুটি আলাদা নিয়োগ সার্কুলার প্রকাশের মাধ্যমে DGHS Job Circular 2023 প্রকাশ করেছে । স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পদগুলোয় যোগ্যতা পূরন সাপেক্ষে আবেদন করতে পারবেন আপনিও । এই আটিক্যালে স্বাস্থ্য সেবা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়েছে ।

স্বাস্থ্য সেবা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সংক্ষিপ্ত বিবরন

প্রতিষ্ঠানের নামস্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
চাকরির ধরনসরকারি
পদসংখ্যা১৭ পদে ৯২ জন
আবেদন যোগ্যতাপদভেদে ভিন্ন
আবেদন পদ্ধতিhttp:/hsm.teletalk.com.bd
আবেদনের সময়সীমা০২ মার্চ ২০২৩ বিকাল ৫.০০ টা পর্যন্ত
DGHS Job Circular 2023 (92 Vacancy) dghs.teletalk.com.bd

স্বাস্থ্য সেবা বিভাগ চাকরির আবেদন প্রক্রিয়া কঠিন হতে পারে, তবে নির্দেশাবলী সাবধানে অনুসরণ করা গুরুত্বপূর্ণ। তাই আপনার আবেদন সঠিকভাবে ফরর্ম্যাট করা গুরুত্বপূর্ণ। DGHS Job Circular 2023 -এর আবেদন যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদন প্রক্রিয়া বিষয়ক তথ্য রয়েছে, যা আপনার জন্য আবেদন পদ্ধতি সহজ হবে।

DGHS Job Circular 2023

আমরা আপনাকে DGHS Job Circular 2023-এর চাকরির খবর ২০২৩ জানাতে পেরে আনন্দিত এবং আপনি প্রতিষ্ঠানটির দলে ইতিবাচক অবদান রাখে নিজের উজ্জল ক্যারিয়ার গাড়ার পথ সহজ করে তুলুন এই কামনা রইল। আপনি যদি অফারটি গ্রহণ করেন, অনুগ্রহ করে DGHS Job Circular 2023 মনযোগ সহকারে জানুন এবং এর নির্দেশনা জেনে সঠিক নিয়মে আবেদন করুন ।

See also  সাপ্তাহিক চাকরির খবর ২১ আগষ্ট ২০২২ | বাংলাদেশ প্রতিদিন চাকরির খোঁজ পত্রিকা

আবদন যেভাবে : স্বাস্থ্য সেবা বিভাগ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনে ইচ্ছুক ব্যক্তি http:/hsm.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদন করতে কোন সমস্যা হলে এই ঠিকানায় মেইল vas.query@teletalk.com.bd করে সহযোগীতা নেয়া যাবে ।

প্রবেশপত্র : প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://hsm.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু মাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

স্বাস্থ্য সেবা বিভাগ নিয়োগ পরীক্ষা

স্বাস্থ্য সেবা বিভাগ নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রতিষ্ঠানের www.dghs.gov.bd এবং www.hospitaldghs.gov.bd ওয়েব সাইটে পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগে সরকারের প্রচলিত বিধি-বিধান ও কোটা নীতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

Web Based Recruitment System

 Advertisement (Click here to Download Circular)
Officer: DGHS/HSM/Recruitment (2017-2023)/2022-23/1800, Dated: 12/02/2023
Staff: DGHS/HSM/Recruitment (2017-2023)/2022-23/1801, Dated: 12/02/2023

 Application Form (Click here to Apply Online)

আবেদনের সময়সীমা : আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৪/০২/২০২৩ খ্রি. সকাল ১০.০০টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০২/০৩/২০২৩ খ্রি. বিকাল ০৫:০০ টা।