The news is by your side.

সিএসএস সংস্থায় নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ | CSS NGO Job Circular 2022

CSS NGO Job Circular 2022 – www.cssbd.org

সিএসএস সংস্থায় নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ : সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। যা ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সিএসএস সংস্থার এমআরএ সনদ নং: ০২৫৭৮-০১৯৭৭-০০১২৯। সংস্থার মাইক্রোফাইন্যান্স প্রােগ্রামের অডিট অ্যান্ড কমপ্লায়েন্স টিমের জন্য ‘অডিট অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার’ পদে ০৫ জনকে নিয়োগের লক্ষ্যে সিএসএস সংস্থায় নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে । সিএসএস সংস্থায় যোগ্যতাপূরণ ও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন আপনিও ।

All NGO Job Circular 

সিএসএস সংস্থায় নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২

পদের নাম: অডিট অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার
পদের সংখ্যা: ০৫টি
শিক্ষা যোগ্যতা: স্নাতক / স্নাতকোত্তর/ বাণিজ্য বিভাগে অগ্রাধিকার দেওয়া হবে ।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর

অভিজ্ঞতা: মাইক্রোফাইন্যান্স ব্রাঞ্চের নিরীক্ষা কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে/ক্ষুদ্রঋণ কার্যক্রমে ৫ বছরের অভিজ্ঞতাসহ ৩ বছর ১ টি ব্রাঞ্চ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম
কাজের স্থান: বাংলাদেশের যে কোনাে স্থানে।
বেতন: শিক্ষানবীশ ২৫,২৫০-২৭,৪৪৬ টাকা । স্থায়ী হলে ২৭,৭২০ – ৩০,০৩০ টাকা ।

CSS NGO Job Circular 2022

সুযােগ সুবিধা: বাৎসরিক ৩০ দিন করে ছুটি এবং বছরে ০৬ দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা প্রদান, প্রতি বছরে ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা এবং দুর্গা পূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে ০৭ দিন/১ সপ্তাহ করে ছুটি প্রদান, মােবাইল বিল, মােট বেতনের সমপরিমাণ ১টি উৎসব হায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, বীমা সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট, মােটরসাইকেল জ্বালানি বিল প্রদান ইত্যাদি।

সিএসএস এনজিও নিয়ােগ ২০২২

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্তসহ ২ কপি পাসপাের্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রসহ অন্যান্য প্রয়ােজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে বরাবর পরিচালক এইচআরএম অ্যান্ড পিএমইএল, সিএসএস প্রধান কার্যালয়, ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরীঘাট রােড, জলমা বটিয়াঘাটা, খুলনা এই ঠিকানায় আবেদন পাঠাতে হবে।

See also  নাসা গ্রুপে 'Software Engineer' পদে চাকরি

ngo development largest job

প্রার্থীর অবশ্যই মােটরসাইকেল চালানাের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর মােবাইল নম্বর উল্লেখ করতে হবে। সিএসএস এনজিও নিয়ােগ সংক্রান্ত আরাে বিস্তারিত জানতে www.bdjobs.com এবং www.cssbd.org সাইটে দেখুন।

আবেদনের সময়সীমা : ২৮ মার্চ ২০২২ তারিখ ।

এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | NGO Job Circular 2022 | সেরা জবস

Source দৈনিক প্রথম আলো