Bangladesh Computer Council Job Circular 2021 : বিসিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ( Bangladesh Computer Council ) বাংলাদেশে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির নিয়ন্ত্রক সংস্থা। এটি বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা। বিসিসির প্রধান কাজ হলো বাংলাদেশে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি খাতে কার্যকর পদ্ধতিগত বৃদ্ধি নিশ্চিত করা।
Bangladesh Computer Council Job Circular 2021

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল : ১৯৮৩ সালে বাংলাদেশ সরকার জাতীয় কম্পিউটার কমিটি প্রতিষ্ঠিত করে। ১৯৮৮ সালে একে জাতীয় কম্পিউটার বোর্ড নামকরণ করা হয়। ১৯৮৯ সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অধ্যাদেশ প্রণয়ন করা হয়। ১৯৯০ সালে জাতীয় সংসদের “১৯৯০ সালের ৯নং আইন” বলে জাতীয় কম্পিউটার বোর্ডকে ‘‘বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল” নামে রূপান্তর করে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা হয়, যা রাষ্ট্রপতির সচিবালয়ের অধীন পরিচালিত হতে থাকে। ১৯৯১ সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (পরবর্তীকালে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়)-এর অধীনে আনা হয়। ২০১৬ সালে বাংলায় কম্পিউটার প্রোগ্রামিং শেখানোর জন্য বিসিসি eshikkha.net চালু করে। বিসিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ ফাইবার অপটিক তারের মাধ্যমে ২,৬০০ ইউনিয়ন পরিষদকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সরকার বিসিসি কে ১,২২৭ কোটি টাকার একটি চুক্তি প্রদান করে ।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বিসিসির কর্মকাণ্ড সম্প্রসারণ, কম্পিউটার ও আইটি-র ব্যবহার বাড়ানো, দক্ষ জনশক্তির উন্নয়ন । বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ Bangladesh Computer Council আপনি যদি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -এ আগ্রহী হন তাহলে বিসিসির এই প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে হিসাবরক্ষক পদে লোক নিয়োগের সুযোগটি কাজে লাগাতে পারেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ তথ্যতে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে আগামী ১৫ ডিসেম্বর ২০২১ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নিয়োগ ২০২১
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) |
| চাকরির ধরন | Government agency |
| পদের নাম | হিসাবরক্ষক |
| পদসংখ্যা | ০১টি |
| আবেদনের মাধ্যম | অনলাইন নিয়োগ পোর্টাল |
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নিয়োগ বিধিমালা
পদের নামঃ হিসাবরক্ষক
পদসংখ্যাঃ ১
বয়সঃ ৩০ বছর
যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে স্নাতক/স্নাতকোত্তর। MS Word, MS Excel, MS PowerPoint, Internet, E-mail এবং বাংলা লেখায় দক্ষতা থাকতে হবে। প্রকল্পের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতনঃ গ্রেড ১৩ অনুযায়ী বেতন হবে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তিতে যেভাবে আবেদনঃ সকল প্রার্থীকে অনলাইন নিয়োগ পোর্টাল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নিয়োগ 2021 আবেদন ফি: প্রার্থীদের ৩০০ টাকা আবেদন ফি মোবাইল ব্যাংকিং রকেট/বিকাশের মাধ্যমে পাঠাতে হবে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল চাকরিতে আবেদনের সময়সীমা: ১৫ ডিসেম্বর ২০২১ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
আইটি-বিষয়ক প্রশিক্ষণ কোর্স কম্পিউটার সম্পর্কিত প্রশিক্ষণের মাধ্যমে তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিসিসির কাজের মধ্যে প্রশিক্ষণ অন্যতম। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি প্রশিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে থাকে। এছাড়া, বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে। তথ্যসূত্রে উইকিপিডিয়া
- Clear Aligner Dental Centers Near Me — Where’s the Most Reliable Place to Go?
- PPF Benefits in Orlando: How Paint Protection Film Keeps Your Car Looking New
- 10 Figma’s Non-Obvious Features That Will Make Your Work Easier
- How to Get More Followers on Facebook: 15+ Ways (2024)
- অসংখ্য পদে জনবল নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ
- Clear Aligner Dental Centers Near Me — Where’s the Most Reliable Place to Go?
- PPF Benefits in Orlando: How Paint Protection Film Keeps Your Car Looking New
- 10 Figma’s Non-Obvious Features That Will Make Your Work Easier
- How to Get More Followers on Facebook: 15+ Ways (2024)
- অসংখ্য পদে জনবল নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ