Most Read Jobs Site in Bangladesh

৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজসমূহের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ

৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজসমূহের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ : CADET COLLEGE ADMISSION 2023

৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজসমূহের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ : Cadet College Admission 2023 ক্যাডেট কলেজসমূহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত সংবিধিবদ্ধ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। Cadet College Admission 2023 ৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজসমূহের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে ।

৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজসমূহের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানসমূহ লেখাপড়ার পাশাপাশি গুরুত্বের সাথে সহশিক্ষা কার্যক্রম (Co-curricular Activities) এবং অতিরিক্ত শিক্ষা কার্যক্রম (Extra-curricular Activities) পরিচালনা করে ক্যাডেটদের সুনাগরিক এবং চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলে।

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা - sherajobs.com

সুদক্ষ অধ্যক্ষগণের নেতৃত্বে সামরিক অফিসারের তত্ত্বাবধানে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ (Elementary Military Training) এবং নেতৃত্বের প্রশিক্ষণ (Leadership Training) প্রদানের পাশাপাশি দক্ষ অনুষদ সদস্যগণের সার্বিক তত্ত্বাবধানে গুনগত শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ক্যাডেটদের এমনভাবে গড়ে তোলা হয়, যাতে ভবিষ্যতে তারা সশস্ত্র বাহিনীসহ সমাজের সকল ক্ষেত্রে দেশে ও বিদেশে যোগ্য নেতৃত্ব প্রদান করতে পারে।

ক্যাডেট কলেজ কয়টি ও কি কি

বর্তমানে বাংলাদেশে ছেলেদের ০৯ টি এবং মেয়েদের ০৩ টি সহ সর্বমোট ১২ টি ক্যাডেট কলেজ রয়েছে। সকল ক্যাডেট কলেজে ২০২৩ সালে ৭ম শ্রেণিতে ক্যাডেট হিসেবে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান জানিয়ে ৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজসমূহের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩  প্রকাশ করেছে ।

প্রার্থীর যোগ্যতা
জাতীয়তা: প্রার্থীকে বাংলাদেশী নাগরিক হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ৬ষ্ঠ শ্রেণি অথবা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: ০১ জানুয়ারি ২০২৩ তারিখে বয়স সর্বোচ্চ ১৩ বছর ০৬ মাস হবে।
শারীরিক যোগ্যতা: উচ্চতা। ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক/বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)।
সুস্থ্যতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য হতে হবে।
দৃষ্টি শক্তি: চশমাবিহীন এক চক্ষুতে ৪ ৬/১২ অন্য চক্ষুতে ৬/১৮, চশমাসহ এক চক্ষুতে ৪৬/৬ অন্য চক্ষুতে  ৬/৬ । চশমার পাওয়ার কোন চক্ষুতেই (-) 2D এর অধিক হবেনা।

See also  বরগুনাবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ, বেতন স্কেল ১০২০০

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা পদ্ধতি: মৌখিক পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা উল্লেখিত সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে সামগ্রিক মেধা তালিকা অনুযায়ী চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে ।

লিখিত পরীক্ষার কেন্দ্রসমূহ, প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণের ঠিকানা এবং যোগাযোগের নম্বর। লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণের ঠিকানা এবং যোগাযোগের নম্বরসমূহ নিম্নরুপ। উল্লেখ্য, পরীক্ষা কেন্দ্রের আসন সংখ্যা নির্ধারিত থাকায় পূর্বে আবেদনকারী অগ্রাধিকার ভিত্তিতে কেন্দ্র নির্বাচন করতে পারবেন এবং আবেদন ফরম পূরণ করার পর পরীক্ষা কেন্দ্র পরিবর্তন যোগ্য নয়।

ক্যাডেট কলেজ ভর্তি আবেদন

আবেদনের নিয়ম সময়সূচি: ক্যাডেট কলেজে ২০২৩ সালে ৭ম শ্রেণিতে ক্যাডেট হিসেবে আগ্রহী ছাত্র/ছাত্রীদের ১ নভেম্বর ২০২২ তারিখ সকাল ০৮০০ ঘটিকা থেকে ০৭ ডিসেম্বর ২০২২ তারিখ বিকাল ১৭০০ ঘটিকার মধ্যে cadetcollege.army.mil.bd অথবা Cadet College – Bangladesh Army  ওয়েবসাইট প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

Cadet Colleges Online Admission 2023

আবেদনপত্র পূরণের পদ্ধতি: ৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজে ভর্তির সকল ধাপসমূহ ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে সঠিকভাবে সম্পন্ন করে CADET COLLEGE ADMISSION 2023 আবেদনপত্র পূরণ করতে পারবেন ।  www.cadetcollege.army.mil.bd ওয়েবসাইটের Home Page ‘Admission’ Menu ক্লিক করে প্রদর্শিত” Welcome to Cadet Colleges Online Admission 2023” এর স্ক্রীনে ‘Apply Now বাটনে ক্লিক করতে হবে অথবা https://cadetcollegeadmission.army.mil.bd এর মাধ্যমে সরাসরি “Apply Now” বাটনে ক্লিক করতে হবে।

ক্যাডেট কলেজ ভর্তি সার্কুলার ২০২৩

“Apply Now” বাটনে ক্লিক করলে ‘Sign Up’ মেন্যু প্রদর্শিত হবে। “Sign Up মেন্যুতে প্রার্থীর নাম, মোবাইল নম্বর (নম্বর এন্ট্রির পর ‘Verify’ বাটনে ক্লিক করলে একটি OTP প্রেরণ করা হবে, প্রাপ্ত OTP এন্ট্রি করতঃ ‘Verify’ সম্পন্ন করতে হবে), পাসওয়ার্ড (পরবর্তীতে ব্যবহারযোগ্য), ই-মেইল এবং সঠিক জন্ম তারিখ এন্ট্রি করতঃ ‘Sign Up বাটনে ক্লিক করতে হবে। নুন্যতম বয়সসীমার মধ্যে হলে প্রার্থী উপযুক্ত (Eligible) বিবেচিত হবে এবং ‘Sign Up’ সম্পন্ন হবে। ‘Sign Up’ সম্পন্ন হলে মোবাইল নম্বর এবং ই-মেইল এর মাধ্যমে User ID এবং Password প্রেরণ প্রাপ্ত হবে। User ID এবং Password প্রাপ্ত হলে ‘Log In’ বাটনে ক্লিক করে User ID এবং Password ব্যবহার করে ‘Log In করতে হবে ।

See also  বন অধিদপ্তরের উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষার ফলাফল

ক্যাডেট কলেজ ভর্তি তথ্য ২০২৩

Log In’ করার পর ‘Payment মেন্যু প্রদর্শিত হবে। ‘Payment’ মেন্যুতে প্রদর্শিত bKash, Trust Bank (tap), SSL Commerz (সকল প্রকার Credit/ Debit Wallet), Nagad এবং Rocket (DBBL Nexus pay এবং সকল DBBL Payment) এর মধ্য থেকে যে কোনো একটি মাধ্যমে ১,৫০০/- (এক হাজার পাঁচশত মাত্র) টাকা অফেরতযোগ্য সফলভাবে অনলাইন পেমেন্ট সম্পন্ন (Payment Successful) করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফরমটি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে।

ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2023 pdf

আবেদন ফরম পুরণের শেষ তারিখ অতিবাহিত হওয়ার পর আগামী ১০ ডিসেম্বর ২০২২ তারিখ হতে পরীক্ষার পূর্বের দিন পর্যন্ত প্রবেশপত্র প্রিন্ট/ডাউনলোড করতে পারবে। User ID এবং Password এর মাধ্যমে Login করে Print Admit Card বাটনে ক্লিক করে প্রবেশপত্র (Admit Card) প্রিন্ট/ডাউনলোড করতে পারবেন।

Cadet College Admission 2023- cadetcollege.army.mil.bd

ক্যাডেট কলেজ কর্তৃক স্থাপিত ‘E-booth Outlet এর মাধ্যমে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা । প্রার্থী এবং অভিভাবকল্পশের সুবিধার্থে অনলাইনে আবেদন ফরম পূরণের জন্য দেশের প্রতিটি ক্যাডেট কলেজে একটি করে এবং ঢাকা আর্মি স্টেডিয়ামে একটি E-booth Outlet’ থাকবে। যেকোনো ‘E-booth Outlet‘ এ উপস্থিত হয়ে যেকোনো পরীক্ষা কেন্দ্রের জন্য যেকোন প্রার্থী কর্তৃক Online এ আবেদন করা যাবে। প্রতিটি E-booth Outlet’-এ আবেদন ফি জমা দেয়ার ব্যবস্থা থাকবে। ক্যাডেট কলেজের E-booth Outlet তারিখ হতে ০৭ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ০৮০০ ঘটিকা হতে বিকাল ১৭০০ ঘটিকা পর্যন্ত চালু থাকবে।

এছাড়াও ৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজসমূহে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ -র বিস্তারিত তথ্যের জন্য এই https://cadetcollege.army.mil.bd ওয়েবসাইট ভিজিট করতে পারেন ।

ক্যাডেট কলেজসমূহে ভর্তি বিজ্ঞপ্তি সকল তথ্য এই Cadet Colleges Online Admission 2023 লিংকে প্রকাশ করা হবে ।

Source cadetcollegeadmission.army.mil.bd