The news is by your side.

একাধিক পদে ‘শিক্ষক’ নেবে বিএএফ শাহীন কলেজ ঢাকা

BAF Shaheen College Job Circular 2022

বিএএফ শাহীন কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : BAF Shaheen College Job Circular 2022 বিএএফ শাহীন কলেজ ঢাকা – ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬ Website: www.bafsd.edu.bd বিএএফ শাহীন কলেজ ঢাকা’র কলেজ ও স্কুল শাখায় নিম্নবর্ণিত বিষয়ে ও পদে নিজস্ব অর্থায়নে শূন্য/সৃষ্টপদে নিয়ােগের উদ্দেশ্যে যােগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান জানিয়ে বিএএফ শাহীন কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে ।

বিএএফ শাহীন কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আপনি যদি বিএএফ শাহীন কলেজ নিয়োগ বিজ্ঞপ্তিতে  চাকরির জন্য আবেদন করতে চান তবে বিএএফ শাহীন কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ –এর  পদগুলো আবেদনের জন্য কি কি যোগ্যতা চেয়েছে সে বিষয়গুলোতে মনযোগ দিন।

আপনি যদি মনে করেন যে বিএএফ শাহীন কলেজ নিয়োগ ২০২২-এর প্রকাশিত কোন পদের সাথে আপনার একাডেমিক যোগ্যতার কোন মিল রয়েছে। তবে শেষসময়ের জন্য অপেক্ষা না করে যোগ্যতা অনুযায়ী পদে আজই আবেদনের প্রস্তুতি নিন।

BAF Shaheen College Job Circular 2022

পদের নাম, পদের সংখ্যা, লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ও সময়সহ বিস্তারিত জানতে অফিসিয়াল দেখুন ।

BAF Shaheen College Job Circular 2022

শিক্ষাগত যােগ্যতা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামাে-২০২১ অনুযায়ী শিক্ষাগত যােগ্যতা (বিস্তারিত কলেজ ওয়েবসাইট দেখুন)। শিক্ষা জীবনে একটির বেশি ৩য় শ্রেণি/সমমান গ্রহণযােগ্য হবে না।

বয়স : সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযােগ্য এবং চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

বিএএফ শাহীন কলেজ নিয়োগ 2022

বেতন স্কেল: প্রভাষক ২২,০০০-৫৩,০৬০/- (পে-কোড-৯), প্রদর্শক ১৬,০০০-৩৮,৬৪০/- (পে-কোড-১০), সহকারী শিক্ষক (প্রশিক্ষণপ্রাপ্ত) ১৬,০০০- ৩৮,৬৪০/- (পে-কোড-১০) এবং (প্রশিক্ষণবিহীন) ১২,৫০০-৩০,২৩০/- (পে-কোড়-১১)। এছাড়া প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, নগর ভাতা, উৎসব ভাতা, স্বাস্থ্য বিমা, চাকুরি স্থায়ীকরণ সাপেক্ষে ১০% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্যাচুইটি সুবিধা রয়েছে। ইংরেজি ভার্সনের জন্য অতিরিক্ত (মাসিক) ৩,০০০/- টাকা প্রদান করা হবে।

See also  How to Make a Successful Career in Banking?

বিএএফ শাহীন কলেজ ঢাকা নিয়োগ ২০২২

আবেদন ফি: প্রভাষক পদের জন্য-৬০০/-, প্রদর্শক ও সহকারী শিক্ষক-৫০০/- টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। এবং Money Receipt প্রিন্ট করে অবশ্যই সংরক্ষণ করতে হবে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দেয়া আছে।

অন্যান্য পরীক্ষা ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান (Class Demonstration) এবং মৌখিক (Viva-Voce) পরীক্ষার তারিখ, সময় ও স্থান আবেদনকারীকে যথাসময়ে কলেজ নােটিশ বাের্ড এবং ই-মেইল/এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

বিএএফ শাহীন কলেজে চাকরি

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে সকল নিয়মাবলি কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে। আবেদন করার জন্য ওয়েবসাইটের ঠিকানা অথবা, https://bafsdjobs.osl.ac/ । আবেদনের পূর্বে প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষরের ইমেজ স্ক্যান কপি এবং অন্যান্য প্রয়ােজনীয় তথ্য সঙ্গে রাখতে হবে।

আবেদনের তারিখ ও সময়সীমা : ১৩ আগস্ট থেকে ০৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে।

আমাদের লক্ষ্য দেশের শিক্ষিত বেকার চাকরি  প্রার্থীদের কাছে সঠিক ও  নির্ভুল নিয়োগ বিজ্ঞপ্তি পৌছে দেয়া । আমরা সেরাজবস ডটকম টিম নতুন বছর ২০২৩ সালের চাকরির বাজারের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বা job circular 2023 bangladesh পৌছে দিতে চাকরির খবর ২০২৩ নামে Chakrir Khobor 2023 এই পেইজটি তৈরি করেছি। তাই আপনি যদি সফল ক্যারিয়ার গড়ার স্বপ্ন পথিক হয়ে থকেন, তবে 2023 সালে চাকরির খবর ২০২৩ এই পৃষ্ঠাটি ভিজিট করতে ভুলবেন না ।

All Government Jobs in Bangladesh

এছাড়াও চলমান চাকরির বিজ্ঞপ্তি ২০২২ , সরকারি চাকরির বিজ্ঞপ্তি ২০২২, সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, নতুন বেসরকারি চাকরির খবর ২০২২, চলমান ব্যাংক চাকরির বিজ্ঞপ্তি ২০২২, চলমান এনজিও চাকরির খবরসহ বিভিন্ন নিয়োগ পরিক্ষার সর্বশেষ আপডেট তথ্য জানতে ভিজিট করুন দেশের সর্বাধিক পঠিত চাকরির পত্রিকা Sherajobs.com । আর সহজেই খুজে নিন আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি।

See also  সামসুল হক খান স্কুল এন্ড কলেজে শিক্ষক পদে চাকরি
চলমান সকল সরকারি চাকরির খবর ২০২২ (পেতে Home Button ক্লিক করুন)
Source দৈনিক ইত্তেফাক