৪৩তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল ২০২২ | 43rd BCS Preliminary Result PDF
43rd BCS Preliminary Result 2022
৪৩তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল : 43rd BCS Preliminary Result 2022 ৪৩তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল ২০২২ | 43rd BCS Preliminary Result সেরাজবস ডট কম ওয়েবসাইট থেকে আজকে আপনারা 43 তম বিসিএস এর প্রিলির ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাব্য তারিখ জেনে নিন। ২০২১ সালে অনুষ্ঠিত ৪৩ বিসিএস প্রিলিমিনারি ফলাফল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd PDF নোটিশ আকারে প্রকাশ করা হয়।
৪৪তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও আন্তর্জাতিক | 44th BCS Exam
৪৩তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল
নিয়োগ প্রতিষ্ঠান : | সরকারি কর্ম কমিশন (পিএসসি) |
প্রিলি রেজাল্টের তারিখ : | ২১-০২-২০২২ |
প্রার্থী সংখ্যা : | ৪,৪২,৮৩২ জন |
ক্যাডার পদ : | ১,৮১৪টি |
পিএসসির ওয়েবসাইট : | http://www.bpsc.gov.bd |
৪৩তম বিসিএস প্রিলিমিনারি রেজাল্ট ২০২২
[wp-embedder-pack url=”https://www.sherajobs.com/wp-content/uploads/2022/01/Final_Press-realise_preli_43-BCS.pdf” width=”100%” height=”400px” download-text=”43rd BCS Preliminary Result PDF Download করতে এখানে ক্লিক করুন ।” download=”all”][/wp-embedder-pack]
গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
কয়েক দফায় ৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়ানো হয়েছিল। ৪৩তম বিসিএসের আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ার কারণে তিন দফায় ৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়িয়েছিল পিএসসি।
43rd BCS Preliminary Result 2022
৪৩তম বিসিএস সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।
৪৩তম বিসিএস প্রিলিমিনারি রেজাল্ট চেক
যেভাবে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল জানতে পারবেন
প্রথমে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC) এর অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd এ প্রবেশ করুন। এরপর সাম্প্রতিক বিজ্ঞপ্তি বিভাগে ক্লিক করুন। সেখান থেকে ফলাফল বিভাগে প্রবেশ করুন
তারপর আপনি ৪৩ তম বিসিএস ফলাফল ২০২২ এ ক্লিক করুন এবং ডাউনলোড করুন। ফাইল টি ওপেন করে আপনার রোল নাম্বার দিয়ে ৪৩তম বিসিএস রেজাল্ট জানতে পারবেন।
এছাড়াএ আপনার ডিভাইসের ব্রাউজারের এড্রেসবারে 103.230.104.194 লিখুন এবং Go বাঁটন চেপে, বিসিএস পরীক্ষা বেছে নিন। এরপর আপনি ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বিষয়ক বিজ্ঞপ্তি PDF দেখতে পারেন। ৪৩ তম বিসিএস ফলাফল PDF ফাইলের উপর ক্লিক করে
ফলাফল ডাউনলোড করুন, এবং আপনার ফল দেখুন।
৪৩ তম বিসিএস ফলাফল PDF
মোবাইলে SMS এর মাধ্যমে ৪৩তম বিসিএস রেজাল্ট জানতে মোবাইল এসএমএস এর মাধ্যমে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল খুব সহজে চেক করতে পারবেন। আপনার কাছে যদি কোন স্মার্টফোন বা কম্পিউটার না থেকে থাকে তাহলে এখনি আপনার হাতে থাকা বাটন ফোনের মাধ্যমে 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল চেক করুন।
আপনি যদি আপনার মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে বিসিএস এর ফলাফল জানতে চান সেক্ষেত্রে আপনি নিচের ধাপ অবলম্বন করতে হবে।
৪৩তম বিসিএস রেজাল্ট
প্রথমে আপনি আপনার মোবাইল এই মেসেজ অপশন এ প্রবেশ করুন
- তারপর টাইপ করুন PSC।
- পরবর্তীতে আপনি Space দিয়ে ৪৩ লিখুন।
- পরবর্তীতে আবার স্পেস দিন।
- আপনার বিসিএস পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করুন।
- সর্বশেষ মেসেজটি ১৬২২২ নাম্বারে পাঠিয়ে দিন।
43rd BCS Preliminary Result PDF
উদাহরণ: PSC <space > ৪৩ <রেজিস্ট্রেশন নাম্বার>১৬২২২ নাম্বারে।
উপরের ধাপসমূহ অনুসরণ করে খুব সহজে ৪৩তম বিসিএস ফলাফল জানতে পারবেন।
৪৪তম বিসিএস পরীক্ষা প্রস্তুতি বাংলা | 44th BCS Exam | ৪৪তম বিসিএস প্রশ্ন ও সমাধান