Most Read Jobs Site in Bangladesh

৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে আবেদন শুরু

89th BMA Long Course Circular 2022

৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স ২০২২ : বাংলাদেশ সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ শাখা হলো বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী। গৌরব ও সম্মানের জীবন গড়ার লক্ষে হাতিয়ার স্বরুপ কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী। ( ৮৯ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স ২০২২ ) ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স 89th BMA Long Course Circular 2022 আবেদন গ্রহণ শুরু হয়েছে।

৯০ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স৯০তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের আবেদন গ্রহণ শুরু

৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের লিখিত পরিক্ষা আগামী ১০জুন ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে । বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংকে

বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার হিসাবে ৮৯তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সে যোগ দিন । ৩০ এপ্রিল ২০২২ এর মধ্যে অনলাইনে আবেদন করুনঃ https://joinbangladesharmy.army.mil.bd

৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স ২০২২

শিক্ষাগত যোগ্যতা:
জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।

ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌’ও‌’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ। অথবা, ‘‌‌‌‌‌‌‌‌‌‌ও’‌ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ১টিতে ‘এ’ গ্রেড ও ১টিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

89th BMA Long Course Circular

সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য‍: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ। ২০২২ সালের নিয়মিত এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২২ সালের নিয়মিত এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫.০০/’ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে।

See also  আকিজ কলেজিয়েট স্কুল নিয়োগ ২০২২

নির্বাচিত প্রার্থীগণ এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবি’তে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে; ফলাফল ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।

সেনাবাহিনীতে ৮৯তম বিএমএ লং কোর্স সার্কুলার ২০২২

নির্বাচিত প্রার্থীগণ এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবি’তে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে। ফলাফল ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।

বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৩ তারিখে ১৭-২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়); সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ০১ জানুয়ারি ২০২৩ তারিখে ১৮-২৩ বছর।

সেনাবাহিনীতে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স

লিখিত পরীক্ষা: প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজী, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাঙ্কার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী ১০ জুন ২০২২ (শুক্রবার) তারিখে অনুষ্ঠিত হবে।

চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: আইএসএসবি পরীক্ষার পরে প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চুড়ান্ত নির্বাচন এবং যােগদান নির্দেশিকা প্রদান। স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যােগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনাসদর, এজি’র শাখা (পিএ পরিদপ্তর) কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ঘােষণা এবং পরবর্তীতে যােগদান নির্দেশিকা প্রদান করা হবে।

৮৯তম বিএমএ কোর্স লিখিত পরীক্ষায় যােগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাঙ্কারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইট www.issb-bd.org তে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।

বিএমএ প্রশিক্ষণ: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএ’তে ৩ (তিন) বৎসরের প্রশিক্ষণ গ্রহণ করবেন।০৩ বত্সর বিএমএ’তে প্রশিক্ষণের সময়ে স্নাতক ডিগ্রী সম্পন্ন করবেন (ব্যাচেলর অব সােস্যাল সাইন্স ইন সিকিউরিটি স্টাডিজ)। প্রশিক্ষণ শেষে কমিশন্ড অফিসার হিসেবে নিয়ােগপ্রাপ্ত হবেন (সেকেন্ড লেফটেন্যান্ট)।

See also  যমুনা গ্রুপে দুই পদে ৭০০ জনের চাকরির সুযোগ

নির্বাচন পদ্ধতি: প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ১৬ মে ২০২২ হতে ২৬ মে ২০২২ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোন প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোন দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে।

৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স ২০২২ লিখিত পরীক্ষার ফলাফল জুন ২০২২ মাসের শেষ সপ্তাহে সেনাবাহিনীর ক্যারিয়ার বিষয়ক এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স সুযােগ সুবিধা

  • বেতন/ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে প্রযােজ্য কমিশন অফিসার হিসেবে বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন।
  • বিদেশে প্রশিক্ষণ: বিদেশে প্রশিক্ষণ প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণের প্রশিক্ষণের জন্য বিদেশে গমনের সুযােগ পাবেন।
  • উচ্চতর শিক্ষা: নির্বাচিত কমিশনপ্রাপ্ত অফিসারগণ পরবর্তীতে এমআইএসটি হতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী লাভের সুযােগ পাবেন। এছাড়াও, ব্যক্তিগত যােগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রী অর্জনের সুযােগ পাবেন।
  • বাসস্থান: নিরাপদ ও মনােরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তির সুযােগ পাবেন।
  • চিকিৎসা: সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দূরারােগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়ােজন হলে বিধি মােতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে সুচিকিৎসার সুযােগ পাবেন।
  • সন্তানদের অধ্যয়ন: নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (AFMC), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনােলজি (MIST), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (BUP) এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজে অধ্যয়নের সুযােগ পাবেন।

সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার

৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স ২০২২ আবেদন ফি: আবেদনকারী প্রার্থীগণ টেলিটক, Trust Bank t-cash, VISA/Master Card, Bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা (অফেরৎযােগ্য) আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতেই ওয়েব সাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাঙ্কারের কল-আপ লেটার পাওয়া যায়।  অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানাে কাস্টমার সাপাের্ট নম্বরে (+৮৮০১৭১৩১৬১৯৭৯) সরাসরি যােগাযােগ করুন।

See also  বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Bangladesh Steel & Engineering Corporation

৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স 2022

৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে আবেদন শুরু: ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে যোগ দিন । আবেদন যোগ্যতাসহ বিস্তারিত জানতে 89th BMA Long Course Circular 2022 PDF এখানে ক্লিক করুন

সেনাবাহিনীতে ৮৯তম বিএমএ লং কোর্স সার্কুলার ২০২২ – Army.mil.bd

৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স ২০২২ আবেদনের পদ্ধতি: ৮৯তম বিএমএ কোর্সে ২৫ ফেব্রুয়ারি ২০২২ হতে ৩০ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারী প্রার্থীগণকে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে APPLY করতে হবে।

আবেদনের সময়সীমা: ৩০ এপ্রিল ২০২২ ।