The news is by your side.

৪৩তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১৫,২২৯ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে জুলাইয়ে

0

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। গতকাল সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল কমিশনের বিশেষ সভায় প্রিলিমিনারির ফলাফলের অনুমােদন দেওয়া হয়। ফলাফল পিএসসির ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com. bd) প্রকাশ করা হয়েছে।

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে সময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানাে হয়েছে।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন কাষ্টমসে ১৪ জন ও সমবায়ে ৯ জন, নিয়ােগ দেওয়া হবে।

৪৩তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণদের তালিকা জনতে এখানে প্রবেশ করুন

See also  সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৩৭
Leave A Reply

Your email address will not be published.