Most Read Jobs Site in Bangladesh

সিনিয়র একাউন্টস ক্লার্ক পদে MCQ পরিক্ষার তারিখ প্রকাশ

সিনিয়র একাউন্টস ক্লার্ক (এসএসি) পদের নিয়ােগ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । সিনিয়র একাউন্টস ক্লার্ক (১২তম গ্রেড) এর ১৪টি শূন্য পদে সরাসরি জনবল নিয়ােগের নিমিত্ত MCQ পরিক্ষার তারিখ এডিশনাল ডেপুটি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (পরীক্ষা ও পরিদর্শন) কতৃক জানানো হয়েছে ।

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ের অধীন সংশ্লিষ্ট অডিট অধিদপ্তরসমূহের সিনিয়র একাউন্টস ক্লার্ক (১২তম গ্রেড) এর ১৪টি শূন্য পদে সরাসরি জনবল নিয়ােগের নিমিত্ত MCQ (Multtiple Choice Question) পরীক্ষা আগামী ২০/০৫/২০২২ খ্রি. তারিখ রােজ শুক্রবার বিকাল ০৩.০০ ঘটিকা হতে ০৪.০০ ঘটিকা পর্যন্ত ০১ ঘন্টা ব্যাপী ঢাকাস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

সিনিয়র একাউন্টস ক্লার্ক পদের পরীক্ষার প্রবেশপত্র, কেন্দ্রের নাম ও আসন বিন্যাস বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ের ওয়েবসাইট (www.cag.org.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://ocag.teletalk.com.bd) এ পাওয়া যাবে এবং উল্লিখিত ওয়েবসাইটসমূহ হতে যথাসময়ে প্রবেশপত্র ডাউনলােড করা যাবে।

চাকরির ডাক পত্রিকা থেকে পড়ুন

See also  নৌপরিবহন কর্তৃপক্ষে ৩ পদে ৩৮ জনের চাকরি
Source ebdpratidin
Via সেরা জবস