দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রে চাকরি, বেতন ৬৫,০০০/- টাকা
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK)
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ 2022 : দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) ১৯৮৯ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে “ইউনিসেফ” সমর্থিত বল প্রয়োগে বাস্তুুচ্যুত মিয়ানমার নাগরিকদের জন্য বাস্তবায়নকৃত জরুরী প্রকল্পে কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় নিম্মলিখিত পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থী নিয়োগের লক্ষ্যে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ 2022 প্রকাশ করেছে । যোগ্য ও আগ্রহীদের ১৪ মার্চ ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে ।
Latest Jobs Circular : উন্নয়ন সংঘ জামালপুরে ‘প্রোগ্রাম অফিসার’ পদে চাকরি, বেতন ৩৩,৬০০ টাকা
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ 2022
সংস্থার নাম: দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK)
পদের নাম: উর্ধ্বতন হাইজিন স্পেশালিস্ট (কর্মী স্তর-৬)
শূন্যপদ: ০১ জন
শিক্ষা যোগ্যতা: স্নাতকোত্তর। MPH অগ্রাধিকার
অভিজ্ঞতা: কমপক্ষে ০৫ থেকে ০৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স: সর্বোচ্চ ৫০ বছর।
কাজের ধরন: ফুল-টাইম
কাজের স্থান: কক্সবাজার (উখিয়া)
অন্যান্য দক্ষতা: এনজিওতে জরুরি ত্রাণ ও পুনর্বাসন কাজে ৫-৭ বছরের অভিজ্ঞতাসহ হাইজিন কার্যক্রম ব্যবস্থাপনায় ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হাইজিন সংক্রান্ত নতুন নতুন পদ্ধতি প্রয়োগ ও বাস্তবায়নে পূর্ব অভিজ্ঞতা অগ্রাধিকার দেয়া হবে। PHAST (Participatory Hygiene & Sanitation Transformation) and RANAS (Risks, Attitudes, Norms, Abilities & Self-regulation) Approach সম্পর্কে ধারণা থাকতে হবে। জনস্বাস্থ্য বিশেষ করে পানি ও পয়ঃনিষ্কাশন সম্পর্কিত অভিজ্ঞতা এবং উন্নয়নক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কম্পিউটার চালনা ও ইংরেজিতে প্রতিবেদন প্রস্তুতের দক্ষতা থাকতে হবে।
বেতন: বেতন সর্বসাকুল্যে ৬৫,০০০/-। বেতনের উপর প্রযোজ্য আয়কর উৎসে কর্তন করা হবে।
NGO Job Circular 2022
এনজিও চাকরি আবেদন পদ্ধতি: আপনি যদি এই পদের জন্য দক্ষ এনজিও চাকরি প্রত্যাশী হন, তাহলে এই ওয়েব লিংকে প্রবেশ করে পূর্ণাঙ্গ এনজিও নিয়োগ তথ্য জেনে Apply বাটন চেপে আবেদন করুন ।
প্রকাশের তারিখ: ০৭ মার্চ ২০২২
আবেদনের শেষ তারিখ: ১৪ মার্চ ২০২২ তারিখ
Latest Jobs Circular : দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রে চাকরি, বেতন ৫৫,০০০/- টাকা