Most Read Jobs Site in Bangladesh

এসিআই প্রিমিও প্লাস্টিকে ‘সেলস অফিসার’ পদে চাকরি

এসিআই প্রিমিও প্লাস্টিক নিয়োগ 2022 : এসিআই প্রিমিও প্লাস্টিকস এর সেলস্ বিভাগে আপনার ভবিষ্যৎ বিকশিত ও সাফল্যমন্ডিত করার সুবর্ণ সুযােগ রয়েছে। ক্রমবর্ধমান বাজার চাহিদা পূরণে সারাদেশে সুষ্ঠুভাবে এসিআই প্রিমিও প্লাস্টিকস্ এর পণ্য বিক্রয় ও বাজারজাত করণের জন্য আকর্ষণীয় বেতন কাঠামােয় কিছু সংখ্যক উদ্যমী ও পরিশ্রমী সেলস্ অফিসার নিয়ােগ দেয়া হবে।

এসিআই প্রিমিও প্লাস্টিক নিয়োগ

পদের নামঃ সেলস অফিসার
শিক্ষাগত যােগ্যতাঃ ন্যূনতম এইচ এস সি পাস।
অভিজ্ঞতা ও অন্যান্যঃ সেলসে কমপক্ষে ৬ মাসের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। উচ্চতা ও শারীরিক গঠন ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি, সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বয়সঃ ১৮ থেকে ৩২ বছর

বেতন-ভাতা ও অন্যান্য সুযােগ-সুবিধাঃ মাসিক বেতন, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর ইনসেন্টিভ, কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি, বছরান্তে বেতন বৃদ্ধি সহ আরাে অন্যান্য সুবিধা রয়েছে।

বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মানসিকতা সম্পন্ন, আগ্রহী ও যােগ্য প্রার্থীদের নির্ধারিত দিনে উপস্থিত থাকার জন্যে অনুরােধ করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণকে সদ্য তােলা পাসপাের্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র এবং জীবনবৃত্তান্ত সহ। নিম্ন বর্ণিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্যে আহ্বান জানানাে যাচ্ছে।

এসিআই প্রিমিও প্লাস্টিকে চাকরি ২০২২

উপস্থিতির সময় ও ১০ টা – ১২ টা (শুক্রবার, ২০ মে ২০২২)। উপস্থিতির ঠিকানাঃ এসিআই সেন্টার, ২৪৫ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। এসিআই প্রিমিও প্লাস্টিকস্ সম্পর্কিত আরও তথ্যের জন্য লগ ইন করুন: http://www.acipremioplastics.com

Latest Jobs 2022কম্পিউটার অপারেটর নিয়োগ ২০২২ | ডাটা এন্ট্রি অপারেটর। Sherajobs.com

See also  যমুনা ফিউচার পার্কে সিকিউরিটি গার্ড পদে চাকরি