Most Read Jobs Site in Bangladesh

আকিজ ফুড এন্ড বেভারেজে ‘সেলস্ অফিসার’ পদে চাকরি

Akij Food and Beverage

আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : Akij Food and Beverage Job Circular 2022 আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর বিক্রয় বিভাগে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী ‘সেলস্ অফিসার (এসও)’ পদে লোকবল নিয়ােগ দিবে । আপনি যদি আকিজ গ্রুপের আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ -এর এই পদে আগ্রহী হন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে আবেদনের প্রস্তুতি নিন ।

আকিজ গ্রুপের চাকরি থেকেআকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডে চাকরি, বেতন ২৩,০০০- ২৫,০০০ টাকা

আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পদের নাম: সেলস অফিসার (এসও)
আবেদন যােগ্যতা: নূন্যতম উচ্চ মাধ্যমিক/স্নাতক পাশ (স্নাতক পাশ অগ্রাধীকার দেওয়া হবে)।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে । FMCG (ভােগ্য পণ্য) বিশেষতঃ জুস, কোমল পানি, দুগ্ধজাত পণ্য, কার্বোনেটেড বেভারেজ, চিপস্, ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।

আকিজ গ্রুপের চাকরি থেকেআকিজ ফুড অ্যান্ড বেভারেজ চাকরি, পদসংখ্যা অনির্দিষ্ট

বয়স: ২২ থেকে ৩২ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থানে
মূল কাজ: রুট প্ল্যান অনুযায়ী কাজ করা। দোকানদারদের কাছ থেকে পন্যের অর্ডার নেওয়া। মাসিক সেলস রিপাের্ট তৈরী করা। মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ-এর পরের দিন থেকে সংশ্লিষ্ট রিজিয়নে ৩ দিন ব্যাপী ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে। ট্রেনিং এর পর নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোন স্থানে কোম্পানীর নিয়ম অনুযায়ী পােস্টিং দেয়া হবে। ফিল্ড ট্রেনিং চলাকালীন সময় থাকা ও খাওয়ার ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে। এ সময়ে কোম্পানী থেকে কোন প্রকার TA/DA প্রদান করা হবে না।

আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড নিয়োগ ২০২২

যা প্রয়োজন হবে: আগ্রহী প্রার্থীদের বায়ােডাটা, দুই কপি রঙ্গিন পাসপাের্ট সাইজের ছবি, শিক্ষাগতযােগ্যতার মূল সনদপত্র ও ভােটার আইডি কার্ড এর ফটোকপিসহ পদবী অনুসারে ইন্টারভিউ-এর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরােধ করা যাচ্ছে।

See also  ক্যাডেট কলেজ কয়টি ও কি কি | ক্যাডেট কলেজ সম্পর্কিত তথ্য

আবেদনের ঠিকানা: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ১৩/১/ক, পান্থপথ, ঢাকা।
আবেদনের সময়সীমা: ০৪ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ।

আকিজ গ্রুপের চাকরি থেকেআকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডে চাকরি, বেতন ৭০,০০০ টাকা

Source দৈনিক বাংলাদেশ প্রতিদিন
Via সেরাজবস ডট কম