জনবল নিয়োগ দেবে পল্লী বিকাশ কেন্দ্রঃ পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত পল্লী বিকাশ কেন্দ্রে প্রধান কার্যালয় এবং গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী পুরুষ/ মহিলা প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছেঃ
- চাকরির ধরনঃ এনজিও চাকরি
- জেলাঃ সকল জেলা
- প্রতিষ্ঠানঃ পল্লী বিকাশ কেন্দ্র
- ওয়েবসাইটঃ https://www.pbk-bd.org/
- পদের সংখ্যাঃ ৬৭ জন
- বয়সঃ ১৮-৩০ বছর
- শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তিতে দেখুন
- আবেদনের শেষ তারিখঃ ৩০ সেপ্টেম্বর ২০২৩
- আবেদনের মাধ্যমঃ ডাকযোগে/ ইমেইলে
আবেদনের শর্তাবলীঃ
১ ও ২নং পদের প্রার্থীদের কর্ম এলাকা হবে কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রাম পর্যায়ে। ১নং পদের প্রার্থীদের কর্মএলাকা হবে প্রধান কার্যালয়, ঢাকা কিন্তু কাজের ধরন ও প্রয়োজন অনুযায়ী প্রার্থীকে ফিল্ডে অবস্থান করতে হবে। সকল পদের প্রার্থীকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এবং ১ ও ২নং পদের প্রার্থীদের মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে। ২ ও ৩নং পদের প্রার্থীদের নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেয়া হবে। ফিল্ড অফিসার (২নং পদ-যাদের অভিজ্ঞতা নাই) পদের প্রার্থীদের বেলায় প্রাথমিক নির্বাচনের পর পল্লী বিকাশ কেন্দ্রের শাখা অফিসে কমপক্ষে ১ মাস হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর প্রার্থীদের শাখা অফিসে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হবে। ফিল্ড অফিসার (২নং পদ-যাদের অভিজ্ঞতা নাই) পদের প্রার্থীদের সফলভাবে প্রশিক্ষন শেষে প্রশিক্ষনকালীন সময়ের জন্য ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এককালীন ভাতা প্রদান করা হবে। এছাড়া সকল পদের প্রার্থীদের ৬মাস সফলভাবে প্রবেশনকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করা হবে এবং বছরে ৩টি উৎসব ভাতা, মোটরসাইকেল ভাতা, মোবাইল বিল এবং প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুইটি ও বিভিন্ন ইনসেনটিভ সুবিধার অর্ন্তভুক্ত হবে।
আগ্রহী প্রার্থীদেরকে স্ব স্ব পদে আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সকল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনের ফটোকপি, অভিজ্ঞ কর্মীদের বেলায় সর্বশেষ কর্মস্থলের বৈধ প্রত্যয়নপত্র এবং ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী ৩০.০৯ ২০২৩ ইং তারিখ এর মধ্যে দরখাস্ত নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে/ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। বর্তমানে উপরোক্ত যেসব অভিজ্ঞ প্রার্থী সর্বশেষ ৬ (ছয়) মাসের অধিক ক্ষুদ্রঋণ কার্যক্রমের সাথে কাজের সম্পৃস্ততা নেই তাদের আবেদন করার প্রয়োজন নাই। বি.দ্র:- ফেরতযোগ্য জামানত শাখা ব্যবস্থাপক ২০,০০০/- (বিশ হাজার) টাকা। এইচ আর অফিসার-১৫,০০০/-(পনের হাজার) টাকা। ফিল্ড অফিসার-১২,০০০/- (বার হাজার) টাকা।
আবেদন ও যোগাযোগের ঠিকানাঃ প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়ার্সী টাওয়ার, ৫৭২/ কে (১১তলা), মিরপুর রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬। ইমেইলঃ pbkhrd0007@gmail.com
জনবল নিয়োগ দেবে পল্লী বিকাশ কেন্দ্র
আরও দেখুনঃ