২০২২-২০২৩ শিক্ষাবর্ষে পিএইচ.ডি. প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের অধীনে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসাের্স ম্যানেজমেন্ট (ইএসআরএম)} ক্রিমিনােলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস)} ফুট টেকনােলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স। (এফটিএনএস)} বায়ােটেকনােলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই)/ বায়ােকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়ােলজি (বিএমবি)/ ফার্মেসী বিভাগে পি.এইচ.ডি. প্রােগ্রামে ভর্তির জন্য ভর্তিচ্ছুক প্রার্থীদের নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান জানিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে পিএইচ.ডি. প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে পিএইচ.ডি. প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি
পিএইচ.ডি, প্রােগ্রামে আবেদনের ন্যূনতম যােগ্যতাঃ পিএইচ.ডি, প্রােগ্রামে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের নিম্নেবর্ণিত শর্তাবলী পূরণ করতে হবে।
এমফিল ডিগ্রী; অথবা এম এস/এমএসসি ডিগ্রী (থিসিস); অথবা এমএস/এমএসসি ডিগ্রী (নন-থিসিস) এবং কোনাে স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠান কোম্পানী হতে দুই বছরের সক্রিয় গবেষণার অভিজ্ঞতা। ঘ) ক, খ ও গ -এ বর্ণিত সকল প্রার্থীর স্বীকৃত (Peer-reviewed) জানালে কমপক্ষে একটি গবেষণা প্রকাশনা থাকতে হবে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুই বছরের শিক্ষকতার অভিজ্ঞতা; অথবা অনার্স ও মাস্টার্স পর্যায়ের কলেজ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানের (সরকারী/স্বায়ত্বশাসিত) গবেষকদের দুই বছরের গবেষণার অভিজ্ঞতাসহ স্বীকৃত (Peer-reviewed) জার্নালে কমপক্ষে ১টি প্রকাশনা থাকতে হবে।
সকল প্রার্থীর এস,এস,সি/সমমান ও এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উভয় ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ (ন্যূনতম ৫০% নম্বরসহ) অথবা জিপিএ ৫,০ স্কেলে ন্যূনতম ৩.৫ থাকতে হবে। অনার্স ও মাস্টার্স/সমমান পরীক্ষায় সিজিপিএ ৪.০০ স্কেলে সিজিপিএ ন্যূনতম ৩,০০ অথবা সনাতন পদ্ধতিতে পাসকৃত প্রার্থীর ন্যূনতম ৫৫% নম্বর থাকতে হবে।
আবেদন ফরম এর সাথে সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান এর অনুকূলে সােনালী ব্যাংক লিমিটেড, মাভাবিপ্রবি শাখা সন্তোষ, টাঙ্গাইল-১৯০২ এ ৫০০/= টাকার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।
প্রার্থী ইতােপূর্বে কোনাে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকলে পিএইচ.ডি. প্রােগ্রামে ভর্তির সময় উক্ত ভর্তি বাতিলের প্রমাণপত্র জমা দিতে হবে।
প্রয়ােজনীয় তথ্যাদি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট বিভাগ থেকে ভর্তির আবেদন পত্র সংগ্রহ করা যাবে।
প্রার্থীদের ১৮/১০/২০২২ তারিখ হতে ২২/১১/২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।