The news is by your side.

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022 । SETU NGO Job Circular 2022

SETU ngo job circular 2022 Apply Now

1

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022 : সােসাল এডভান্সমেন্ট প্রু ইউনিটি (সেতু) জাতীয় পর্যায়ের একটি ক্ষুদ্রঋণ সহায়তাকারী সংস্থা। উক্ত সংস্থা পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক ও দাতা প্রতিষ্ঠান এর অর্থায়নে পরিচলিত। সংস্থার মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির (এমআরএ) সনদ নং- ০০০০০৪৭ ও এনজিও বিষয়ক ব্যুরাের সনদ নং-৭৯৫। সংস্থার মাঠ পর্যায়ে টাংগাইল, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় সমন্বিত উন্নয়ন ও ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জরুরী ভিত্তিতে নিন্মে বর্ণিত পদ ও শর্তে বেশ কিছুসংখ্যক উন্নয়ন কর্মী নিয়ােগের লক্ষ্যে সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করেছে।

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আপনি যদি সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন পদে নিজেকে যোগ্য আগ্রহী, সৎ, পরিশ্রমী ও উদ্যমী প্রার্থী হন তবে বিস্তারিত নিয়োগ তথ্য জেনে আবেদনের প্রস্তুতি নিন ।

১। জোনাল ম্যানেজার, গ্রেড-৬-বি
পদের সংখ্যা: ৬টি
আবেদন যোগ্যতা: স্নাতকোত্তর পাশ। প্রার্থীকে মােটর সাইকেল চালনায় সম্মতসহ নিজস্ব সাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স: ৩৫-৪০ বছর
বেতন: শিক্ষানবিশকালীণ ৪৫,০০০/-টাকা

২। এরিয়া ম্যানেজার, গ্রেড-৭-বি
পদের সংখ্যা: ১০টি
আবেদন যোগ্যতা: স্নাতকোত্তর পাশ। প্রার্থীকে মােটর সাইকেল চালনায় সম্মতসহ নিজস্ব সাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স: অনুর্ধ ৪০ বছর
বেতন: শিক্ষানবিশকালীণ ৩৫,০০০/-টাকা

SETU ngo job circular 2022 Apply Now

৩। শাখা ব্যবস্থাপক
পদের সংখ্যা: ৩০টি
আবেদন যোগ্যতা: স্নাতকোত্তর পাশ। প্রার্থীকে মােটর সাইকেল চালনায় সম্মতসহ নিজস্ব সাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স: অনুর্ধ ৩৫ বছর
বেতন: শিক্ষানবিশকালীণ ২৪,০০০/-টাকা

৪। শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক, গ্রেড-৮-বি
পদের সংখ্যা: ৪০টি
আবেদন যোগ্যতা: স্নাতকোত্তর পাশ। প্রার্থীকে মােটর সাইকেল চালনায় সম্মতসহ নিজস্ব সাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স: অনুর্ধ ২৮ থেকে ৩৫ বছর
বেতন: প্রশিক্ষণকালীণ প্রথম ৬ মাস মাসিক বেতন ২৫,০০০/-টাকা

See also  দেশবন্ধু গ্রুপে 'নিরাপত্তা প্রহরী' পদে চাকরি

৫। ক্রেডিট অফিসার, গ্রেড-১০-বি
পদের সংখ্যা: ২০০টি
আবেদন যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাশ । প্রার্থীকে বাই-সাইকেল মােটর সাইকেল চালনায় সম্মতসহ নিজস্ব বাইসাইকেল/মােটর সাইকেল থাকতে হবে ।
বয়স: অনুর্ধ ২২ থেকে ৩০ বছর
বেতন: শিক্ষানবিশকালীণ সময়ে ১৬,০০০/-টাকা

সেতু এনজিও নিয়োগ 2022

অন্যান্য তথ্য: ক্রেডিট অফিসার, গ্রেড-১০-বি পদে নির্বাচিত প্রার্থীকে নিয়ােগের পর প্রথম ১ (এক) মাস প্রশিক্ষণার্থী হিসেবে কাজ করতে হবে। প্রশিক্ষণকাল সফলতার সাথে শেষ হলে শিক্ষানবিশকালে উন্নীত করা হবে। ৫. শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক পদ ব্যতিত, সকল পদে শিক্ষানবিশকাল ৬ (ছয়) মাস। শিক্ষানবিশকাল সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী চাকুরীতে নিয়মিতকরণ করা হবে। নিয়মিত হলে প্রভিডেন্ট ফান্ড (কন্ট্রিবিউটরি), গ্র্যাচুইটির সুবিধা (চাকুরীকাল ৫ বছর পূর্ণ হলে ১টি, ১০ বছরে ২টি ও ১৫ বছরে ৩টি করে সর্বশেষ মূল বেতন প্রদান করা হবে) ও
বছরে ৩টি উৎসব ভাতা (মূল বেতনের সমান ২টি ও ১টি মূল বেতনের ৫০% ) প্রদান করা হবে।

জামানত ও আবেদন ফি: নির্বাচিত প্রার্থীকে ২নং পদের জন্য জামানত বাবদ এককালীন ২০,০০০/- (বিশ হাজার) টাকা, ৩ ও ৪নং পদের জন্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা এবং ৫নং পদ প্রার্থীদের ১০,০০০/-(দশ হাজার) টাকা (যা ফেরতযােগ্য) সংস্থার প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। ৭. প্রার্থীকে আবেদন পত্রের সাথে পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা “সােসাল এডভান্সমেন্ট প্রু ইউনিটি (সেতু)” এই নামে সােনালী ব্যাংক লি., টাংগাইল বাজার শাখা, টাংগাইল, হিসাব নং-৬০২-৬০০-১০০-১৩৪৪-এ অন লাইনে জমা দিয়ে জমার রশিদ সংযুক্ত করতে হবে অথবা সংস্থার মার্চেন্ট বিকাশ নাম্বারে (১৮৮১-০০৯৮৮০) ২০৫/- (দুইশত পাঁচ) টাকা (রেফারেন্স এ নিজ মােবাইল নাম্বার উল্লেখ করে) প্রদান করে Transaction ID নাম্বার আবেদন পত্রে উল্লেখ করতে হবে।

SETU NGO Job Circular 2022

SETU NGO Job Circular 2022

সেতু এনজিও টাংগাইল নিয়োগ

আবেদন পদ্ধতি: সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022 –এ আগ্রহীদের আগামী ২৬ মে ২০২২ তারিখের মধ্যে ডাকযােগে/হাতে হাতে অফিস চলাকালীন সময়ে সহকারী পরিচালক (মানব সম্পদ) বরাবরে সােসাল এডভান্সমেন্ট প্রু ইউনিটি (সেতু), প্রধান কার্যালয়, প্লট-৯১,ব্লক-২,রােড-১২, টাংগাইল হাউজিং এস্টেট, পশ্চিম আর টাক পাড়া, টাংগাইল এই ঠিকানায় আবেদন পত্র পৌছাতে হবে।

See also  বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

চলমান এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ মে জানতে এখানে ক্লিক করুন ।

Source প্রথম আলো
Via সেরা জবস
1 Comment
  1. […] সেতু এনজিও নিয়োগ : সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022 । SETU NGO Job Ci… […]

Leave A Reply

Your email address will not be published.