সরকারি তিতুমীর কলেজে ‘ড্রাইভার’ পদে ৪ জনের চাকরি
ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি 2022 : ঢাকাস্থ সরকারি তিতুমীর কলেজে বেসরকারি তহবিল হতে চারজন (০৪) ড্রাইভার নিয়ােগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে সাদা কাগজে দরখাস্তের আহবান জানিয়ে ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করেছে ।
প্রতিষ্ঠানের নাম | সরকারি তিতুমীর কলেজ, ঢাকা |
চাকরির ধরন | ড্রাইভার |
পদের সংখ্যা | ০৪টি |
আবেদনের সময়সীমা | ২৯ জুন ২০২২ |
আবেদন পদ্ধতি | ডাকযোগে |
ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি 2022
পদের নামঃ ড্রাইভার
পদের সংখ্যাঃ ০৪টি
আবেদন যোগ্যতাঃ প্রার্থীকে ৮ম শ্রেণি পাসসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি চালানােয় কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিধি মােতাবেক লিখিত, মৌখিক ও হেভী ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে। যানবাহনের প্রাথমিক মেরামত, রুটিন রক্ষণাবেক্ষণ ও খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। পরিযান বিধি ও মহাসড়ক সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে। প্রার্থী মাদকাসক্ত প্রমাণিত হলে তিনি নিয়ােগের অযােগ্য বিবেচিত হবেন। প্রার্থীকে মেডিকেল টেস্ট ও ডাইভিংসহ অন্যান্য টেস্টে যােগ্য বিবেচিত হতে হবে। কোন প্রার্থীর আবেদনে ভুল, মিথ্যা তথ্য থাকলে বা কোন তথ্য গােপন করলে এবং কোন প্রকার তদবির বা অনাকাঙ্ক্ষিত প্রভাব সৃষ্টি করলে তিনি নিয়ােগের অযােগ্য বিবেচিত হবেন।
বেতনঃ উক্ত পদের বেতনভাতাদি আলােচনা সাপেক্ষ।
আবেদন পদ্ধতিঃ কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবিসহ আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা (মােবাইল নম্বর উল্লেখসহ), জন্ম তারিখ, শিক্ষাগত যােগ্যতা, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও স্বাক্ষরসহ প্রয়ােজনীয় কাগজপত্রের সত্যায়িত কপিসহকারে আগামী ২৯ জুন ২০২২ তারিখের মধ্যে ডাকযােগে/কুরিয়ার যােগে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে পৌঁছাতে হবে।