ইউনিয়ন সমাজকর্মী পদের সাড়ে ৬ লাখ পরীক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড শুরু
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের এডমিট কার্ড
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের এডমিট কার্ড ডাউনলোড :সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদনকারী সাড়ে ছয় লাখের বেশি চাকরিপ্রার্থীর প্রবেশপত্র ডাউনলোড আজ রোববার থেকে শুরু হয়েছে। চলবে ২০ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত।
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের এডমিট কার্ড
ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদনকারী প্রার্থীগণ এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ইউনিয়ন সমাজকর্মী পদে শূন্য পদের সংখ্যা ৪৬৩টি। এই পদে আবেদন করেছেন ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন। সেই হিসাবে ১টি পদের জন্য লড়বেন ১ হাজার ৪৩০ জন প্রার্থী।
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের এডমিট কার্ড সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন সমাজকর্মী পদে প্রার্থীদের প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করতে সমস্যা হলে এই নম্বরে (০১৭৬৮৬৮২২৪০, ০১৭৮৫২৭৮২০৫) যোগাযোগ করা যাবে। জটিলতা এড়াতে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুততার সঙ্গে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।