The news is by your side.

লক্ষীপুর জেলার বাসিন্দাদের সরকারি চাকরির সুযোগ, পদসংখ্যা ০৬টি

Office Of The Deputy Commissioner, Lakshmipur

জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : Office Of The Deputy Commissioner, Lakshmipur পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ লক্ষীপুর জেলার ইউনিয়ন পরিষদ সচিবের শূন্যপদ পূরণসহ আগামী ০১ বছরের মধ্যে সম্ভাব্য শূন্যপদে নিয়ােগ প্রদানের নিমিত্ত প্যানেল প্রস্তুতের লক্ষ্যে লক্ষীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের শর্তে অনলাইনে দরখাস্তের আহ্বান জানিয়ে DC Office Job Circular 2022 প্রকাশ করেছে । আপনি যদি এই পদে নিজেকে যোগ্য ও লক্ষীপুর জেলার স্থায়ী বাসিন্দা হন তাহে আজই আবেদনর প্রস্তুতি নিন।

জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ থেকে আরও :পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৪ পদে ১৫ জনের চাকরি

জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পদের নাম: ইউনিয়ন পরিষদ
পদের সংখ্যা: ০৬টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ তে স্নাতক ডিগ্রী অথবা সমমানের ডিগ্রী।
বেতন-স্কেল: ১০২০০-২৪৬৮০/- টাকা

আবেদন ফি: Teletalk pre-paid mobile নম্বর এর মাধ্যমে ০২ (দুই)টি SMS করে আবেদন ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/(বারাে) টাকাসহ অফেরতযােগ্য মােট ৫১২/- (পাঁচশত বারাে) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

লক্ষীপুর ইউনিয়ন পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর (স্থানীয় সরকার শাখা) www.dclakshmipur.gov.bd এর ওয়েবসাইটে এবং dclakshmipur,teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে। বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মােবাইল অপারেটর টেলিটকের জব পাের্টাল alljobs.teletalk ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়ােগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য dclakshmipur.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

Office Of The Deputy Commissioner, Lakshmipur

আবেদনের সময়সীমা :
আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ০৭ ফেব্রুয়ারি ২০২২, সকাল ১০:০০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১০ মার্চ ২০২২, বিকাল ০৫:০০টা।

See also  বাংলাদেশ ব্যাংক 'মেডিকেল অফিসার' নিয়োগ পরীক্ষার সূচি

জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ থেকে আরওযশোর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২২ | Jessore DC office Job 2022

Source দৈনিক বাংলাদেশ প্রতিদিন
Via সেরাজবস ডট কম