রানার অটোমোবাইলসে ‘ডেপুটি ম্যানেজার’ পদে চাকরি
রানার অটোমোবাইলস জব সার্কুলার 2022 | Runner Automobiles Limited Job Circular 2022
রানার অটোমোবাইলস জব সার্কুলার 2022 : রানার অটোমোবাইলস লিমিটেড (আরএল) বাংলাদেশের মোটরসাইকেল প্রস্তুতকারক। রানার মোটরসাইকেল বিভাগে বাজারের শীর্ষস্থানে রয়েছে। রানার বিভিন্ন সক্ষমতা এবং মডেলের বিভিন্ন মোটরসাইকেল সরবরাহ করছে। রানার অটোমোবাইলস পিএলসি ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার’ পদে লোকবল নিয়োগের লক্ষ্যে রানার অটোমোবাইলস জব সার্কুলার 2022 প্রকাশ করেছে।
Runner Automobiles Limited Job Circular 2022
Runner Automobiles Limited Job Circular এর প্রকাশিত নিয়োগ সার্কুলারে আবেদন করার আগে সংশ্লিষ্ট পদে আবেদনের যেসকল যোগ্যতা চেয়েছে, তা আপনার একাডেমিক যোগ্যতার সাথে মিল আছে কিনা যাচাই করে রানার অটোমোবাইলস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ -এর নির্দেশনা অনুসরন করে আবেদনের প্রস্তুতি নিন।
রানার অটোমোবাইলস জব সার্কুলার 2022
প্রতিষ্ঠানের নাম: রানার অটোমোবাইলস পিএলসি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার
বিভাগের নাম: স্পেয়ার পার্টস
পদের সংখ্যা: নির্দিষ্ট না
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/আইপি)
অভিজ্ঞতা/দক্ষতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর বয়স: ২৮ থেকে ৪০ বছর।
প্রার্থীর ধরন: নারী/পুরুষ
কর্মস্থল : বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে ।
সুযোগ সুবিধা : মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, দুপুরের খাবারের সুবিধা: আংশিক ভর্তুকি উত্সব বোনাস: ০৩ উপযুক্ত ব্যক্তিকে আকর্ষণীয় এবং প্রতিযোগিতামূলক বেতন প্যাকেজ প্রধান করা হবে।
Assistant Manager/ Deputy Manager, Spare Parts Runner Automobiles PLC
আবেদন পদ্ধতি: রানার অটোমোবাইলস নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনে আগ্রহী ও যোগ্য চাকরিপ্রত্যাশীদের এই ওয়েবলিংকে প্রবেশ করে পূর্ণাঙ্গ রানার অটোমোবাইলস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ভালো ভাবে জেনে Apply বাটনে ক্লিক করে সঠিক নিয়মে আবেদন করতে হবে । Follow Google News to get latest job news ।
সেরাজবস-এ প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত তথ্য নিয়োগকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও জাতীয় পত্রিকা থেকে সংগ্রহ করে প্রকাশ করা হয়ে থাকে। প্রকাশিত যেকোনো ধরণের চাকরি তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় সেরাজবস-এর নয়। চাকরিপ্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
আবেদনের শেষ তারিখ: ২৪ অক্টোবর ২০২২ তারিখ ।