মন্ত্রিপরিষদ বিভাগের ‘প্রােগ্রামার (৬ষ্ঠ গ্রেড) এর শূন্য পদে নিয়ােগ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে । বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগের নিয়ােগ পরীক্ষার ফলাফল সংক্রান্ত এসব তথ্য জানাো হয়েছে ।
- সরকারি চাকরির খবর | Bd govt job circular 2022
প্রকাশিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ণিত পদে নিয়ােগের জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক গৃহীত নিয়ােগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধিবিধান অনুসরণপূর্বক মন্ত্রিপরিষদ বিভাগের “প্রােগ্রামার” (৬ষ্ঠ গ্রেড) পদে সাময়িকভাবে (provisionally) সুপারিশকৃত প্রার্থীর ফলাফল প্রকাশিত হয়েছে।
সাময়িকভাবে (provisionally) সুপারিশকৃত প্রার্থীর ফলাফল ও বিস্তারিত তথ্যাদি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ২০.০২.২০২২ তারিখে প্রকাশিত ৮০.০০.০০০০.৩০১(গােপনীয়), ১৭.০০১.২০২২-১৫ নম্বর স্মারকের বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।