The news is by your side.

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি ২০২২ গণিত

৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি গণিত

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি ২০২২ গণিত : ৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ ও সিলেবাস প্রকাশিত হয়েছে চলতি মাসের ৩ তারিখ।  ৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষায় ইচ্ছুকদের শুরু হয়েছে প্রস্তুতি। ৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি গণিত প্রশ্ন ও সম্ভাব্য প্রশ্ন এখানে উপস্থাপন করা হলো। ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি ২০২২ গণিত দৈনিক প্রথম আলো ই-পেপারে প্রকাশিত হয়েছিলো ১২ ডিসেম্বর ২০২১ তরিখে। Cadet Admission Question ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রশ্নোত্তরগুলো এখানে প্রকাশ করা হয়েছে।

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি ২০২২ গণিত

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি গণিত ২০২২ প্রশ্নোত্তর তৈরি করেছেন: গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা-এর সিনিয়র শিক্ষক রমজান মাহমুদ,

১। প্রশ্ন : ১ কিলােমিটার = কত মিটার?
উত্তর : ১০০০ মিটার।
২। প্রশ্ন : ১ টন = কত কিলােগ্রাম?
উত্তর : ১০০০ কিলােগ্রাম।
৩। প্রশ্ন : ১০০০ ঘন সেন্টিমিটার = কত লিটার?
উত্তর:১ লিটার।
৪। প্রশ্ন : ১ এয়র = কত বর্গমিটার?
উত্তর : ১০০ বর্গমিটার
৫। প্রশ্ন : যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কী বলে?
উত্তর : ট্রাপিজিয়াম।

৬। প্রশ্ন : যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কী বলে?
উত্তর : সামান্তরিক।
৭। প্রশ্ন : সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলাে কী রকম?
উত্তর : পরস্পর সমান।
৮। প্রশ্ন : যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কী বলে?
উত্তর : রম্বস।
৯। প্রশ্ন : সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরের কোথায় মিলিত হয়?
উত্তর :মধ্য বিন্দুতে।
১০। প্রশ্ন : রম্বসের কর্ণদ্বয় পরস্পরের কোথায় মিলিত হয়?
উত্তর :মধ্য বিন্দুতে

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২২

১১। প্রশ্ন : সামান্তরিকের সব বাহুর দৈর্ঘ্য কী ধরনের হয়ে থাকে?
উত্তর : সামান্তরিকের সব বাহুর দৈর্ঘ্য সমান হয় না।
১২। প্রশ্ন : রম্বসের বাহুগুলাের দৈর্ঘ্য কী ধরনের হয়ে থাকে?
উত্তর : রম্বসের সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান।
১৩। প্রশ্ন : বর্গক্ষেত্রের সব বাহুর দৈর্ঘ্য কি সর্বদা সমান?
উত্তর : হ্যাঁ, সমান।
১৪। প্রশ্ন : একটি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে কী বলে?
উত্তর : ব্যাসার্ধ।
১৫। প্রশ্ন : বৃত্তের পরিধির যেকোনাে অংশকে কী বলা যায়?
উত্তর : বৃত্তচাপ।

See also  ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৩ | Cadet College Admission Syllabus 2023

৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২২

১৬। প্রশ্ন : ব্যাস কী?
উত্তর : ব্যাস হলাে বৃত্তের কেন্দ্রগামী জ্যা।
১৭। প্রশ্ন : এক ইঞ্চি = কত সেমি.?
উত্তর : ২.৫৪ সেমি.।
১৮। প্রশ্ন : একটি জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে কী করতে হবে?
উত্তর : দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করতে হবে।
১৯। প্রশ্ন : রম্বসের বিপরীত কোণগুলাে কেমন?
উত্তর : পরস্পর সমান।
২০। প্রশ্ন : একটি সামান্তরিকের বিপরীত শীর্ষ বিন্দুর সংযােগকারী রেখাকে কী বলে?
উত্তর : কর্ণ।

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি 2022 গণিত

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি ২০২২ গণিত সূত্রঃ দৈনিক প্রথম আলো

৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ দেখতে এখানে প্রবেশ করুন।

Source প্রথম আলো