The news is by your side.

বিশ্বের অন্যতম বৃহত্তর উন্নয়নমূলক সংস্থা ব্র্যাকে চাকরি

Early Learner's Assistant, BRAC Kumon Limited

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022 : ব্র্যাক একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা। এটি বিশ্বের অন্যতম বৃহত্তর উন্নয়নমূলক সংস্থা। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের ৬৪টি জেলাসহ এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার ১৩টি দেশে এটির কার্যক্রম রয়েছে।

ব্র্যাক এনজিও নিয়োগ 2022

ব্র্যাক এর দাবি অনুযায়ী বর্তমানে তাদের প্রতিষ্ঠানে প্রায় ০১ (এক) লক্ষ এর মত কর্মী কাজ করে থাকেন। তবে এদের মধ্যে ৭০ ভাগই নারী কর্মীব্র্যাকের পরিষেবার আওতায় আছে ১২৬ মিলিয়ন লোক। একটি সামাজিক উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজস্ব তহবিলযুক্ত দুগ্ধ, খাদ্য, কৃষি, গবাদি পশুর খামার ও হস্তশিল্পসহ বিভিন্ন ধরনের প্রকল্প অন্তর্ভুক্ত করে থাকে। বর্তমানে বিশ্বের প্রায় ১৪টি দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।

আন্তর্জাতিক সংস্থায় চাকরি

বিশ্বের অন্যতম বৃহত্তর উন্নয়নমূলক আন্তর্জাতিক দাতব্য সংস্থা ব্র্যাক এনজিও বছরজুড়েই বিভিন্ন প্রোগাম/কর্মসূচিতে জনবল নিয়োগের লক্ষ্যে ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করে থাকে ।  Early Learner’s Assistant, BRAC Kumon Limited পদে জনবল নিয়োগ দিতে BRAC NGO Job Circular 2022 প্রকাশ করেছে । ব্র্যাক এনজিওতে যোগদানে যোগ্য ও আগ্রহীদের আগামী ০৪ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে ।

Early Learner’s Assistant, BRAC Kumon Limited

প্রতিষ্ঠানের নাম: আন্তর্জাতিক দাতব্য সংস্থা ব্র্যাক (BRAC )
পদের নাম: আর্লি লার্নার্স অ্যাসিস্ট্যান্ট (Early Learner’s Assistant, BRAC Kumon Limited)
পদের সংখ্যা: নির্দিষ্ট না

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম সিজিপিএ ২.৫ এবং তার বেশি সহ যে কোনও স্বনামধন্য সরকারী/বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক। গণিত/ব্যবসায়/সিএসই বা অন্যান্য বিজ্ঞান বিষয়ে স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে ।
অভিজ্ঞতা/দক্ষতা: কমপক্ষে ০২ বছর

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়
প্রার্থীর ধরন: নারী/পুরুষ
কাজের স্থান: ঢাকা (উত্তরা)

See also  পরিবেশ অধিদপ্তরে একাধিক পদে চাকরি, আবেদন অনলাইনে

[better-ads type=”banner” banner=”21776″ campaign=”none” count=”2″ columns=”1″ orderby=”rand” order=”ASC” align=”center” show-caption=”1″][/better-ads]

চাকরির ধরন: ফুল টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে ।
সুযোগ সুবিধা : ফেস্টিভ্যাল বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বীমা এবং অন্যান্য।

আবেদন পদ্ধতি: প্রকাশিত এই নিয়োগ সার্কুলারে আবেদনে ইচ্ছুক যোগ্য ও আগ্রহী চাকরিপ্রত্যাশীদের এই ওয়েবলিংকে প্রবেশ করে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো ভাবে জেনে Apply বাটনে ক্লিক করে সঠিক নিয়মে আবেদন করতে হবে ।

অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ০৪ সেপ্টেম্বর ২০২২ তারিখ ।

চলমান ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ View All Jobs – BRAC Careers এই লিংকে পাবেন ।