The news is by your side.

বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | কুয়েতে নার্স নিয়ােগ ২০২২

বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি 2022

1

বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বােয়েসেল) প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা কতৃক জরুরি ভিত্তিতে বােয়েসেল-এর মাধ্যমে কুয়েতে নার্স নিয়ােগ ২০২২

বােয়েসেল-এর মাধ্যমে কুয়েতের বিভিন্ন সরকারি হাসপাতালে Advanced Technology Company, Kuwait – এর। ব্যবস্থাপনায় নিমবর্ণিত পদে কিছু সংখ্যক পুরুষ/মহিলা নার্স নিয়ােগ করা হবে। আবেদনের নিয়ম ও বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – বিস্তারিত তথ্য নিচে উপস্থাপন করা হলো।

কুয়েতে নার্স নিয়ােগ ২০২২

বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ পদের নাম পদের সংখ্যা অভিজ্ঞতা বেতন ও অন্যান্য সুবিধাদি-

১। বিএসসি নার্স
প্রার্থীর ধরন: মহিলা
সংখ্যা ৪৩ জন।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ০৩ বছর।
বেতন: ৯০,০০০/- + (ওভার টাইম)

২। বিসিএন নার্স
প্রার্থীর ধরন: পুরুষ
সংখ্যা: ৮০ জন
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ০৩ বছর।
বেতন: ৯০,০০০/- + (ওভার টাইম)

৩। ডিপ্লোমা নার্স
সংখ্যা: ১৬৫ জন।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ০৪ বছর |বেতন: ৮০,০০০/- + (ওভার টাইম)

৪। ডেন্টাল নার্স
সংখ্যা: ৩১০ জন।
প্রার্থীর ধরন: মহিলা |
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ০৩ বছর বেতন: ৭৩,০০০/- + (ওভার টাইম)

৪. | হাইজিনিস্ট মহিলা
সংখ্যা: ৬২ জন
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ০৩ বছর
বেতন: ৮৫,০০০/- + (ওভার টাইম)

৫। ডেন্টাল এক্সরে।
সংখ্যা: ০৭ জন
প্রার্থীর ধরন: পুরুষ/মহিলা
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ০৩ বছর বেতন: ৭৩,০০০/- + (ওভার টাইম)

৬। ডেন্টাল টেকনিশিয়ান
প্রার্থীর ধরন: পুরুষ/মহিলা
প্রার্থীর ধরন: ২৫ জন
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ০৩ বছর
বেতন: ৭৩,০০০/- + (ওভার টাইম)

বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ চাকুরির শর্তাবলি:

১। প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনাে নার্সিং ইনিস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে ব্যাচেলার ডিগ্রী/ডিপ্লোমা ডিগ্রীধারী হতে হবে।

২। যেকোনাে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ/হাসপাতাল/প্রতিষ্ঠানে নার্স হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৩। বিএসসি নার্স হলে সর্বনিম্ন ০৩ বৎসরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। (কর্মক্ষেত্রে বিরতি গ্রহণযােগ্য নয়)

৪। ডিপ্লোমা নার্স হলে সর্বনিম্ন ০৪ বৎসরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। (কর্মক্ষেত্রে বিরতি গ্রহণযােগ্য নয়)।

৫। ক্রমিক নং ০৩-০৬ পর্যন্ত সংশ্লিষ্ট পদে সর্বনিম্ন ০৩ বৎসরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। (কর্মক্ষেত্রে বিরতি গ্রহণযােগ্য নয়)

৬। প্রার্থীর বয়স আবশ্যিকভাবে ৪০ এর মধ্যে হতে হবে।

৭। চাকুরিতে যােগদানের পর শিক্ষানবীশকাল ০৩ (তিন) মাস ।

৮। বাৎসরিক ছুটি ৩০ (ত্রিশ) দিন ।

৯। চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ডাটা-ফ্লো নিশ্চিত করতে হবে।

১০। দৈনিক ০৮ (আট) ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ (ছয়) দিন ।

১১। চাকুরির চুক্তি ০৩ (তিন) বত্সর (নবায়নযােগ্য)।

১২। ১৫% হারে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে।

১৩। প্রয়ােজনীয় আসবাবপত্রসহ থাকা, খাওয়া এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়ােগকারী কোম্পানি বহন করবে।

১৪। চাকুরিতে যােগদানের বিমান ভাড়া এবং তিন (০৩) বছর সন্তোষজনক চাকুরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়ােগকারী কোম্পানি বহন করবে ।

আগামী ১১/০১/২০২২ খ্রি. হতে ২০/০১/২০২২ খ্রি. পর্যন্ত কুয়েতস্থ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং Advanced Technology Company-এর প্রতিনিধিগণ বাংলাদেশে অবস্থান করবেন এবং আবদেনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ করবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করবেন। লিখিত ও মৌখিক পরীক্ষা প্রদানের সময় প্রার্থীদের কোনাে প্রকার টিএ, ডিএ প্রদান করা হবে না।

বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনের নিয়ম: নির্বাচিত প্রার্থীদের বােয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মােতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে দুই (০১) কপি জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যােগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট এবং অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বােয়েসেল হতে প্রদত্ত লিংকে আগামী ৩১/১২/২০২১ খ্রি. এর মধ্যে আবেদন করা জন্য বিশেষভাবে অনুরােধ করা হচ্ছে।

নিয়োগ সার্কুলার ২০২২ : প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়োগ ২০২২ | শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়োগ

Leave A Reply

Your email address will not be published.