বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বােয়েসেল) (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়) বিদেশে গার্মেন্টস কর্মী নিয়ােগ ২০২২ প্রক্রিয়ায় বােয়েসেলের কোন এজেন্ট/ সাব এজেন্ট/ দালাল বা প্রতিনিধি নেই । স্বল্প খরচে সরকারিভাবে জর্ডান Jordan গার্মেন্টস এ দক্ষ মহিলা কর্মী নিয়ােগে সরাসরি সাক্ষাৎকার। বােয়েসেলের মাধ্যমে জর্ডানের Genius For Garments Co, এর অধীনে নিম্নবর্ণিত পদে শুধু দক্ষ মহিলা কর্মী নিয়ােগ করা হবে।
বিদেশে গার্মেন্টস কর্মী নিয়ােগ ২০২২
পদের নাম: মেশিন অপারেটর (Sewing Operator)
পদের সংখ্যা: ২০ জন।
মূলবেতন: মাসিক ১৭৭ (মার্কিন ডলার) $117 (USD)
প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা এবং বয়স ১৮-৩৯ এর মধ্যে হতে হবে।
বিদেশে গার্মেন্টস কর্মী নিয়ােগ ২০২২ চাকরির শর্তাবলি:
- (১) দৈনিক ৮ (আট) ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ (ছয়) দিন এবং ওভারটইম (স্বেচ্ছাধীন) ।
- (২) চাকুরির চুক্তি ৩ (তিন) বৎসর (নবায়নযােগ্য) ।
- (৩) নিয়ােগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে ।
- (৪) চাকুরিতে যােগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়ােগকর্তা বহন করবে ।
- (৫) অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযােজ্য হবে ।
- (৬) যাদের বিরুদ্ধে নিজ দেশে বা জর্ডানে কোনাে মামলা আছে, তারা নিয়ােগের অযােগ্য বিবেচিত হবে ।
সরকারি ভাবে জর্ডান মহিলা গার্মেন্টস অপারেটর পদে চাকরি
বােয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ : নির্বাচিত কর্মীদের বােয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমণ ট্যাক্স, সার্ভিস চার্জের ১৫% ভ্যাট, বােয়েসেলের রেজিষ্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে। তবে মেডিকেল ফি ১০০০/- (এক হাজার) টাকা ও ফিঙ্গার প্রিন্টের ফি ২০০/(দুইশত) টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে।
জর্ডান গার্মেন্টস ভিসা ২০২২
সাক্ষাঙ্কারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে :
- (১) ৪ (চার) কপি পাসপাের্ট সাইজ রঙিন ছবি
- (2) মূল পাসপাের্ট ও মূল পাসপাের্টের ছবিযুক্ত অংশের ০১ (এক) সেট রঙিন ও চার সেট সাদাকালাে ফটোকপি
- (৩) বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড
- (৪) শিক্ষাগত / অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।
বিদেশে গার্মেন্টস চাকরি ২০২২
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের উল্লিখিত কাগজপত্রসহ ২৪ ডিসেম্বর ২০২১ খ্রি. শুক্রবার, সকাল ৮.০০ টায় সাক্ষাৎকার/টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ – কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস-সালাম রােড, মিরপুর-১, ঢাকা এ উপস্থিত থাকতে অনুরােধ করা হলাে।
জর্ডানে গার্মেন্টস কর্মী নিয়ােগ ২০২২
প্রয়োজনীয় তথ্য: জর্ডানে গার্মেন্টস কর্মী নিয়ােগ ২০২২ সংক্রান্ত যে কোনাে তথ্যের জন্য ০২-৪৮৩১৯১২৫ ও ০২-৪৮৩১৭৫১৫ টেলিফোন নম্বরে যােগাযােগ করা যেতে পারে। বােয়েসেল কোনাে নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনাে নগদ অর্থ প্রদান করবেন না।
স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস এ দক্ষ মহিলা কর্মী নিয়ােগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ।
[…] বিদেশে গার্মেন্টস কর্মী নিয়ােগ ২০২২… […]
জর্ডান বা রুমানইয়া গার্মেন্টস সুইং ছেলে অপারেটর নেওয়া হয় খরচ কতো হবে