বিকেএসপিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ : BANGLADESH KRIRA SHIKKHA PROTISTHAN (BKSP) ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক(পাস) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। আবেদনের শেষ সময় ৭ ডিসেম্বর। ভর্তি পরীক্ষার তারিখ ৯ ডিসেম্বর। বিস্তারিত নিচে বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ –তে দেখুন।
বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২১
বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১
বিকেএসপিতে ভর্তির যােগ্যতা
- ক) বাংলাদেশের স্বীকৃত যে কোন শিক্ষাবাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শাখা হতে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের মাধ্যমিক/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ এবং ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.০ প্রাপ্ত সকল বিভাগের শিক্ষার্থীরা উল্লেখিত কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
- খ) ছেলেদের বিভাগসমূহ: ফুটবল, হকি, ক্রিকেট, এ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স, টেনিস, সাতার, বাস্কেটবল, বক্সিং ও শূটিং (বিষয়গুলাের মধ্যে যে কোন একটি খেলায় জাতীয় বিভাগীয়/ জেলা পর্যায়ে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে)।
- গ) মেয়েদের বিভাগসমূহ: এ্যাথলেটিক্স, বক্সিং, ফুটবল, জিমন্যাস্টিক্স, টেনিস, সাঁতার, শূটিং, হকি ও ক্রিকেট (বিষয়গুলাের মধ্যে যে কোন একটি খেলায় জাতীয়/ বিভাগীয়/ জেলা পর্যায়ে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে)।
বিকেএসপিতে ভর্তি তথ্য
আবেদনের শেষ তারিখ : ০৭-১২-২০২১ (মঙ্গলবার)।
ভর্তি পরীক্ষার তারিখ : ০৯-১২-২০২১ (বৃহস্পতিবার)।
সময় : সকাল ০৮.০০ ঘটিকা
পরীক্ষার স্থান : বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকা।
বিকেএসপিতে ভর্তির নিয়ম
- ক) পরীক্ষার দিন অনলাইনে রেজিস্ট্রেশনকৃত ফরমটির প্রিন্ট কপি, সদ্য তােলা ০৪ (চার) কপি পাসপাের্ট সাইজের (মাপ ১২০x১৫০ Pixels) রঙ্গীন ছবি (সত্যায়িত ছাড়া), মাধ্যমিক/ সমমান এবং উচচ মাধ্যমিক/সমমান পরীক্ষার মার্কশীট, প্রশংসা পত্র ও খেলার অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
- খ) আবেদনকারীকে স্বাস্থ্য ও ক্রীড়ামেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সংশ্লিষ্ট খেলার প্রয়ােজনীয় পােষাক ও সরঞ্জামাদি সঙ্গে আনতে হবে।
পাঠ্য বিষয়সমূহ : স্নাতক (পাস) বি-স্পাের্টস
আবশ্যিক বিষয়সমূহ (৪টি নিতে হবে) | ঐচ্ছিক বিষয়সমূহ (২টি নিতে হবে) |
১) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২) ইংরেজি ৩) বাংলা জাতীয় ভাষা। ৪) ক্রীড়াবিজ্ঞান (ফুটবল, হকি, ক্রিকেট, এ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স, টেনিস, সাঁতার, বাস্কেটবল, বক্সিং ও শুটিং। |
বাংলা (ঐচ্ছিক), ইংরেজি (ঐচ্ছিক), দর্শন/ভূগােল, ইতিহাস, অর্থনীতি, ইসলামিক স্টাডিজ, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা এবং গণিত। |
বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি
বিকেএসপিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
প্রতিবছর জাতীয় পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিকেএসপি । বিকেএসপি ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি করা হয়। সম্পূর্ণ আবাসিক ব্যবস্থায় চলে পড়াশোনা ও খেলাধুলার নিবিড় পরিচর্যা। ভর্তির জন্য প্রথমে আবেদনপত্র সংগ্রহ করে সেটি যথাযথভাবে পূরণ করে জমা দিতে হয়। অনলাইনে নিম্নের প্রক্রিয়ায় বিকেএসপি ভর্তি ফরম পূরণ করতে হবে : WWW.bksp.gov.bd লগইন ছাত্র/ছাত্রী Online Registration General ফরম পূরণ Submit করুন।