The news is by your side.

বাংলাদেশ থেকে কর্মী নেবে রাশিয়া, বিমানভাড়া দেবে কোম্পানি

বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে নিয়োগ - Russia Job Vacancy In Bangladesh

বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে নিয়োগRussia Job Vacancy : বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) এর মাধ্যমে জরুরি ভিত্তিতে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে রাশিয়া। দেশের জাহাজ নির্মাণ শিল্পে ৬টি পদে মোট ৮৮ জন বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে Russia Job Vacancy প্রকাশ করা হয়েছে । আগ্রহী প্রার্থীদের Bocell এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

Russia Job Vacancy In Bangladesh

পদের নাম ও সংখ্যা: স্ক্যাফোল্ডিং পদে ৩০ জন, হাল ফিটার পদে ২০, মেরিন মেশিন ফিটার পদে ১০, মেরিন পাইপ ফিটার পদে ১০, ওয়েল্ডার পদে ১০ এবং দোভাষী পদে ৮ জনকে নিয়োগ দিবে।

আবেদন যোগ্যতা: প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০৬ মাস দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর অথবা অন্য দেশে জাহাজ নির্মাণশিল্পে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দোভাষী পদের জন্য ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে নিয়োগ

চাকরির শর্তসমূহ: রাশিয়ায় এসব পদে নিয়োগ পেলে শিক্ষানবিশকাল তিন মাস। সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে। প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে।

চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং চাকরির পরে ফেরার বিমান ভাড়া নিয়োগকারী সংস্থা প্রদান করবে। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে বছরে ৩ থেকে ৫ মাস মাইনাস ১১ থেকে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে। ঠান্ডা বা অ্যালার্জির প্রবণতা থাকলে আবেদন না করাই ভালো। চূড়ান্ত নির্বাচনের আগে অবশ্যই নির্ধারিত প্রশিক্ষণে উত্তীর্ণ হতে হবে। চাকরির অন্যান্য শর্তাবলী রাশিয়ান শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

See also  বিকাশ লিমিটেড 'অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার' পদে চাকরির সুযোগ

Boesl Notice Board 2023

বেতন: স্ক্যাফোল্ডিং পদে বেতন ৬৭,০২১ টাকা; হাল ফিটার ও মেরিন মেশিন ফিটার পদে বেতন ৮৩,৭৭৬ টাকা; মেরিন পাইপ ফিটার পদে ৮০,৪২৫ টাকা; ওয়েল্ডার পদে ৮৩,৭৭৬ টাকা এবং দোভাষী পদে বেতন ৬৫,০৯৪ টাকা।

সার্ভিস চার্জ: নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ বাবদ ৪১ হাজার ২৫০ টাকা এবং বিধি অনুযায়ী অন্যান্য সরকারি ফি দিতে হবে।

বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তিটি Boesl Notice Board লিংকে ক্লিক করে পাওয়া যাবে ।

বোয়েসেল নোটিশ বোর্ড

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য পূরণ করে ৮ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে CV for Russia লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: ০৮ ডিসেম্বর ২০২২ ।

Find New Job Circular 2023বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Source Boesl Notice Board