ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন ফায়ারফাইটার পদে জনবল নিয়ােগের লক্ষ্যে ১২ আগষ্ট, ২০২২ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী রােলনম্বরধারী প্রার্থীগণ ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিতদের রােলনম্বর প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ।
প্রকাশিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের অনুকূলে ইতঃপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র ব্যতিত কাউকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদেরকে আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার যাতায়াত ভাতা (TA) ও দৈনিক ভাতা(DA) প্রদান করা। হবে না।
১২ আগস্ট ২০২২ তারিখে অনুুুুষ্ঠিত ফায়ারফাইটার পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি ও নির্বাচিতদের রােলনম্বর সংক্রান্ত বিস্তারিত জানা যাবে এই লিংকে প্রবেশ করে।