প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ : প্রাণ গ্রুপ-এ আপনার ক্যারিয়ার বিকশিত ও সাফল্যমন্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে। ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণে সারা দেশে শুধুমাত্র প্রাণ পণ্য সুষ্ঠুভাবে বিক্রয় ও বাজারজাতকরণে সম্পূর্ণ নতুন বেতন কাঠামোয় আপনাকে স্বাগত জানিয়ে প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে।
প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
pran group job circular 2023 apply online
বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা • ইন্টার্নশিপ ভাঙা (শুধুমাত্র ইন্টার্নশিপ সময়কালীন) • মাসিক বেতন • বছরে ২টি বোনাস • প্রভিডেন্ট ফান্ড • যাতায়াত ভাতা • বিক্রয়ের উপর কমিশন • ইনসেনটিভ • কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ • অর্জিত ছুটির টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে ।
PRAN job circular Apply process
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, সকল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও পাশের মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল | কপি ও ফটোকপি, অভিজ্ঞতার সনদ ও জীবন-বৃত্তান্তসহ উল্লিখিত যেকোনো ঠিকানায় সকাল ১০টায় উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
বি:দ্র: অধ্যয়নরতদের আবেদন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। কারো সাথে নিয়োগসংক্রান্ত আর্থিক লেনদেন করবেন না।