The news is by your side.

সেলস-এ ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে, প্রাণ গ্রুপ

প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ : প্রাণ গ্রুপ-এ আপনার ক্যারিয়ার বিকশিত ও সাফল্যমন্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে। ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণে সারা দেশে শুধুমাত্র প্রাণ পণ্য সুষ্ঠুভাবে বিক্রয় ও বাজারজাতকরণে সম্পূর্ণ নতুন বেতন কাঠামোয় আপনাকে স্বাগত জানিয়ে প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে।

প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

pran group job circular 2023 apply online

বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা • ইন্টার্নশিপ ভাঙা (শুধুমাত্র ইন্টার্নশিপ সময়কালীন) • মাসিক বেতন • বছরে ২টি বোনাস • প্রভিডেন্ট ফান্ড • যাতায়াত ভাতা • বিক্রয়ের উপর কমিশন • ইনসেনটিভ • কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ • অর্জিত ছুটির টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে ।

PRAN job circular Apply process

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, সকল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও পাশের মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল | কপি ও ফটোকপি, অভিজ্ঞতার সনদ ও জীবন-বৃত্তান্তসহ উল্লিখিত যেকোনো ঠিকানায় সকাল ১০টায় উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

বি:দ্র: অধ্যয়নরতদের আবেদন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। কারো সাথে নিয়োগসংক্রান্ত আর্থিক লেনদেন করবেন না।

আরও পড়ুন: এককালীন বৃত্তি প্রদান করবে জামালপুর জেলা পরিষদ

See also  বাংলাদেশ ডেন্টাল কলেজে শিক্ষক পদে চাকরি