পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
Strengthening Household Ability to Respond to Development Opportunities (SHOUHARDOIII)
পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : পিপলস্ ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) কর্তৃক বাস্তবায়িত কেয়ার বাংলাদেশ এর অর্থায়নে Strengthening Household Ability to Respond to Development Opportunities (SHOUHARDOIII) কর্মসূচীর আওতায় নেত্রকোনা ও কিশােরগঞ্জ জেলার অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, নিকলি, কলমাকান্দা, খালিয়াজুরি ও মদন উপজেলায় প্রত্যন্ত গ্রামে/ইউনিয়নে কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে অত্র অঞ্চলের দরিদ্র ও অতিদরিদ্র জনগােষ্ঠির সাথে কাজ করতে প্রতিশ্রুতিশীল আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান জানিয়ে পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে ।
পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদের নাম: পিয়ন কাম নাইট গার্ড
পদের সংখ্যা: উল্লেখ নাই
শিক্ষাগত যােগ্যতা: অষ্টম শ্রেনী
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ১-২ বছরের অভিজ্ঞতা।
দায়িত্ব ও কর্তব্য:
- অফিসের যাবতীয় জিনিসপত্রের রক্ষনাবেক্ষন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
- প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- সুঠাম দেহের অধিকারী হতে হবে।
- অফিস ডেস্কের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
- চা বানানাে ও পরিবেশন করা। অফিস কর্মকর্তাদের ফটোকপি, স্ক্যানিং, প্রিন্টিং ইত্যাদি কাজে সহযােগীতা করা।
- প্রতিষ্ঠানের প্রয়ােজন সাপেক্ষে যখন যে কাজ বা দায়িত্ব দেয়া হবে তা সঠিকভাবে পালন করা ।
এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বেতন: সর্বসাকুল্যে মাসিক ১১,৪২২/-টাকা এবং প্রকল্প নির্ধারিত অন্যান্য সুযােগ সুবিধা।
কর্মসূচীর মেয়াদ: আগষ্ট ৩১, ২০২২ পর্যন্ত।
পপি এনজিও নিয়োগ 2022
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রসহ যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ২ কপি সদ্যতােলা রঙ্গিন ছবি এবং আবেদনকারীর পূর্নাঙ্গ জীবনবৃত্তান্ত মােবাইল নম্বরসহ আবেদনপত্র আগামী ২০/০৩/২০১২ তারিখের মধ্যে উপ-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপলস ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), বাড়ী নং-৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ এই ঠিকানায় ডাকযােগে/কুরিয়ারে/ সরাসরি প্রেরণ করতে হবে।
অসম্পূর্ন আবেদন গ্রহনযােগ্য নয়। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়ােগ পরীক্ষা গ্রহন করা হবে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ২০/০৩/২০১২ তারিখ