The news is by your side.

পদক্ষেপ এনজিও নিয়োগ 2022 | Padakhep Manabik Unnayan Kendra Job Circular 2022

Padakhep Manabik Unnayan Kendra Job Circular 2022

পদক্ষেপ এনজিও নিয়োগ 2022 : মানবিক উন্নয়ন কর পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র (www.padakhep.org) ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ে একটি বেসরকারী সংস্থা (NGO) | sirace=19৪৫ যা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) এর শ্রেষ্ঠ সহযােগী সংস্থা হিসেবে পুরস্কারপ্রাপ্ত এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত। পদক্ষেপ’ তার অভীষ্ট জনগােষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনযাত্রার গুণগত মান উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে সমগ্র দেশব্যাপী সমন্বিত উন্নয়ন কৌশল (HDA) অবলম্বন করে ক্ষুদ্রঅর্থায়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, পশুসম্পদ ও বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। সংস্থার ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচীর আওতায় ব্রাঞ্চ সম্প্রসারণের লক্ষ্যে ব্রাঞ্চ পর্যায়ে নিম্নোক্ত নিয়মিত পদে কর্মী নিয়ােগের লক্ষ্যে সৎ, নিষ্ঠাবান, আন্তরিক, সময়ানুবর্তি ও কঠোর পরিশ্রমী এমন স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, ঢাকা এর বরাবর দরখাস্তের আহবান জানিয়ে পদক্ষেপ এনজিও নিয়োগ 2022 প্রকাশ করেছে ।

চাকরির খবর 2022প্রাণ গ্রুপে ‘এটিএসএম’ পদে চাকরি

পদক্ষেপ এনজিও নিয়োগ 2022

১। পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার
পদের সংখ্যা: ৫০ টি
প্রোগ্রাম: ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচী
শিক্ষা যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান পাশ।
কর্মস্থল: বিভাগ/জেলা/থানা পর্যায়
প্রার্থীর বয়স: ২৮ থেকে ৪০ বছর।

২। পদের নাম: কমিউনিটি ম্যানেজার
পদের সংখ্যা: ৬৫০টি
প্রোগ্রাম: ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচী
শিক্ষা: যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ।
কর্মস্থল: বিভাগ/জেলা/থানা পর্যায়
প্রার্থীর বয়স: ৪২ থেকে ৩২ বছর।

Padakhep Manabik Unnayan Kendra Job Circular 2022

অন্যান্য সুযােগ সুবিধাঃ সফলভাবে শিক্ষানবীশকাল (৬ মাস) সমাপ্তি শেষে বর্ধিত বেতনে চাকুরি নিয়মিত করা সহ প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, কর্মী কল্যাণ সুবিধা, বছরে ২টি বােনাস, বাংলা নববর্ষ বৈশাখী ভাতা ও বার্ষিক ইনক্রিমেন্ট প্রভৃতি নিয়মানুযায়ী প্রাপ্য হবেন। পাশাপাশি, স্টাফ লােন, লজিস্টিক্স লােন, বদলী ও ভ্রমণ ভাতা, স্বাস্থ্য সুরক্ষা ভাতা, স্টাফদের মেধাবী সন্তানদের বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি, সঞ্চয় ও বীমা সুবিধা, কর্মছিলে আবাসন সুবিধা ও পর্যায়ক্রমে পদোন্নতির ব্যবস্থা রয়েছে। এছাড়া কার্যক্রম পরিচালনার দক্ষতা অনুসারে ইনসেনটিভ প্রাপ্য হবেন।

See also  ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BRAC NGO Job Circular 2022

পদক্ষেপ এনজিও নিয়াগ বিজ্ঞপ্তিটি সংস্থার এই ওয়েব সাইটেও পাওয়া যাবে।

 

আবেদন যেভাবে: আগামী ২৫ এপ্রিল ২০২২ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, বাড়ী নং ৫৪৮, রােড নং ১০, বায়তুল আমান হাউজিং সােসাইটি, আদাবর, মােহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় সরাসরি বা ডাকযােগের মাধ্যমে পৌছাতে হবে।

পদক্ষেপ এনজিও নিয়োগ 2022, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন, পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে চাকরি ২০২২

চাকরির খবর 2022জামালপুর কেন্দ্রীয় হাসপাতাল ও আজকের ডিলে চাকরির সুযোগ