নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার | বানৌজা শহীদ মোয়াজ্জেম-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
BNS Shaheed Moazzam
নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার : বাংলাদেশ নৌবাহিনীর রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই প্রশিক্ষণ ঘাটি বানৌজা শহীদ মােয়াজ্জমের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে। (চুক্তিভিত্তিক) নিম্নলিখিত পদের জন্য জুনিয়র প্রশিক্ষক এবং ল্যাব এ্যাটেনডেন্স নিয়োগ করা হবে । বাংলাদেশ নৌবাহিনীর রাঙ্গামাটি পার্বত্য জেলার বানৌজা শহীদ মােয়াজ্জমের এই নিয়োগে যোগ্য ও আগ্রহী হলে নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার আবেদনের প্রস্তুতি নিন আজই ।
চাকরির খবর ২০২২ | Govt Job Circular 2022 : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | পদসংখ্যা ৭৪৯টি
নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার
১। পদের নাম: জুনিয়র প্রশিক্ষণ (শীপ বিল্ডিং)
পদসংখ্যা: ০১টি
শিক্ষা যোগ্যতা: যেকোন স্বীকৃত পলিটেকনিক ইন্সটিটিউট হতে ডিপ্লোমাইন-ইঞ্জিনিয়ারিং (শীপ বিল্ডিং) বিষয়ে ন্যনতম প্রথম শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে ন্যূনতম সিজিপিএ-৩.০০। মাধ্যমিক পরীক্ষায় ন্যনতম প্রথম শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে জিপিএ-৩.৫০।
অভিজ্ঞতা: শিক্ষকতায় অভিজ্ঞ, শীপ ডিজাইন এবং ড্রইং এ দক্ষ ও পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন: ২০,০০০/০০ টাকা (সরকারি নিয়মানুযায়ী ১০% ভ্যাট কর্তন করা হবে।
২। পদের নাম: জুনিয়র প্রশিক্ষক (মেকাট্রনিক্স)।
পদসংখ্যা:
শিক্ষা যোগ্যতা: যেকোন স্বীকৃত পলিটেকনিক ইন্সটিটিউট হতে ডিপ্লোমাইন-ইঞ্জিনিয়ারিং (মেকাট্রনিক্স) বিষয়ে ন্যনতম প্রথম শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে নূ্যনতম সিজিপিএ-৩.০০। মাধ্যমিক পরীক্ষায় ন্যনতম প্রথম শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে জিপিএ-৩.৫০।
অভিজ্ঞতা: শিক্ষকতায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল: ২০,০০০/০০ টাকা (সরকারি নিয়মানুযায়ী ১০% ভ্যাট কর্তন করা হবে।
নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
৩। পদের নাম: জুনিয়র প্রশিক্ষক (ইলেকট্রনিক্স)।
পদসংখ্যা: ০১টি
শিক্ষা যোগ্যতা: যেকোন স্বীকৃত পলিটেকনিক ইন্সটিটিউট হতে ডিপ্লোমাইন-ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রনিক্স) বিষয়ে ন্যনতম প্রথম শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে ন্যূনতম সিজিপিএ-৩.০০। মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে ন্যূনতম জিপিএ-৩.৫০।
অভিজ্ঞতা: Microcontroller & ভ্যাট কর্তন করা হবে)। |PLC এর উপর কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ প্রাপ্ত। Microcontroller & PLC এর উপর ব্যবহারিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল: ২০,০০০/০০ টাকা (সরকারি নিয়মানুযায়ী ১০% ভ্যাট কর্তন করা হবে।
চাকরির খবর ২০২২ | Govt Job Circular 2022 : রেলওয়েতে সহকারী লোকোমোটিভ মাস্টার পদে চাকরি, পদসংখ্যা ২৮০টি
৪। পদের নাম: ল্যাব এ্যাটেনডেন্স (পদার্থ ল্যাবরেটরি)
পদসংখ্যা: ০১টি
শিক্ষা যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম প্রথম শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে ন্যনতম জিপিএ-৩.৫০। মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম প্রথম শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে ন্যুনতম জিপিএ-৩.৫০।
অভিজ্ঞতা: পদার্থ ল্যাব পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল: ২০,০০০/০০ টাকা (সরকারি নিয়মানুযায়ী ১০% ভ্যাট কর্তন করা হবে।
নৌবাহিনী নিয়োগ ২০২২ – বানৌজা শহীদ মােয়াজ্জম নিয়োগে
আগ্রহী প্রার্থীগণকে অধিনায়ক, বানৌজা শহীদ মােয়াজ্জম বরাবর আবেদনপত্র এবং নিম্নলিখিত কাগজপত্রাদিসহ আগামী ০১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল ১০ ঘটিকায় নিম্ন ঠিকানায় সশরীরে যােগাযােগ করার জন্য অনুরােধ করা হলাে :
ক। আবেদনপত্র এবং জীবন বৃত্তান্ত।
খ। ০২ কপি পাসপাের্ট সাইজ ছবি।
গ। শিক্ষাগত যােগ্যতার সনদপত্র (মূলকপি এবং এক কপি ফটোকপি)।
ঘ। অভিজ্ঞতার সনদপত্র (মূলকপি এবং এক কপি ফটোকপি)।
৬। চেয়ারম্যান সার্টিফিকেট।
চ। জাতীয় পরিচয়পত্র (মূলকপি এবং এক কপি ফটোকপি)।
বানৌজা শহীদ মোয়াজ্জেম-এ নিয়োগ
আগামী ০১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে উপস্থিত প্রার্থীগণের মধ্য হতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরবর্তীতে চূড়ান্তভাবে | নির্বাচিত প্রার্থীকে বিধি মােতাবেক নিয়ােগ প্রদান করা হবে।
আবেদন ফি: “অধিনায়ক, বানৌজা শহীদ মােয়াজ্জম, কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা” এর অনুকূলে (সঞ্চয়ী হিসাব নং ৩৪০০১৬৩৫, সােনালী ব্যাংক, বড়ইছড়ি শাখা, কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা) ২০০/- (দুইশত) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে অর্ডার প্রদান করতে হবে। ব্যাংক ড্রাফটে/পে অর্ডারের মূলকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
বানৌজা শহীদ মোয়াজ্জম বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ
সরাসরি যোগাযোগের ঠিকানা : অধিনায়ক বানৌজা শহীদ মােয়াজ্জম কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা যােগাযােগ ফোন/মােবাইল নং০৩৫২৯-৫৬৩৮২/ মােবাইল : ০১৭৪৫-৮৫২৪৫৫ (কার্য দিবস ০৮০০ ঘটিকা হতে ১৪৩০ ঘটিকা পর্যন্ত)।
আবেদনের শেষ তারিখ: আগামী ০১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ
চাকরির খবর ২০২২ | Govt Job Circular 2022 : বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার | Army Job Circular 2022 PDF Download