The news is by your side.

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ দিনাজপুর

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ দিনাজপুর : পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রােগ্রামের আওতায় এ নিয়ােগ  সম্পূর্ণ অস্থায়ী, কাজ নাই, ভাতা নাই, ভিত্তিতে মেয়াদকাল ( জুন/২০২৩ খ্রিঃ) পর্যন্ত সময়কালে Paid Peer |Volunteer নিয়ােগ প্রদানের জন্য দিনাজপুর জেলাধীন বীরগঞ্জ উপজেলার নিম্নবর্নিত ইউনিয়ন সমুহের নির্ধারিত ইউনিটের নির্ধারিত গ্রাম/পাড়া/মহল্লার স্থায়ী বাসিন্দা (বিবাহিত মহিলা) এর নিকট হতে শর্তসাপেক্ষে দরখাস্তের আহবান জানিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ দিনাজপুর প্রকাশ করেছে ।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ দিনাজপুর

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর যোগ্যতা অনুযায়ী কাঙ্ক্ষিত পদে নিয়োগ পেতে আবেদনের সময়সীমা শেষ হওয়ার আগেই প্রতিযোগীতা মূলক চাকরি যুদ্ধে অংশ নিন । Job Posting Sites : Sherajobs.com থেকে আবেদন পদ্ধতি প্রয়োগ করার পর পরবর্তী নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দেয়া হলো।

http://fpo.birganj.dinajpur.gov.bd/

দিনাজপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

মেডিকেল অফিসার (এমসিএইচ এফপি) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বীরগঞ্জ, দিনাজপুর হতে ফরম সংগ্রহ করতে হবে।

আবেদনপত্র সরাসরি মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বীরগঞ্জ, দিনাজপুর এ জমা দিতে হবে।

Paid Peer Volunteer -দের যােগদানের সময় ৩০০/- টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে| নিম্নলিখিত বিষয়সমূহ উল্লেখ পূর্বক অঙ্গিকারনামা গ্রহণ করা হবে

আবেদন পত্র যাচাই বাছাই এর পর সঠিক আবেদনকারীদের নামের তালিকা ২২/১১/২০২২ খ্রিঃ তারিখে উপজেলা পরিষদ ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নােটিশ বাের্ডে টাঙ্গানাে হবে এবং সেইসাথে পরীক্ষার তারিখ ও স্থান জানানাে হবে।

See also  মেট্রোরেল নিয়োগ, এক নজরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিটি ইউনিটের বিপরীতে একজন করে অতিরিক্ত Paid Peer Volunteer অপেক্ষমান তালিকায় রাখা হবে। Paid Peer Volunteer নিয়ােগের পর কোন কারনে উক্ত প্রার্থী প্রশিক্ষণ গ্রহনে ব্যর্থ হলে, পদত্যাগ করলে, অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার নিয়ােগ আদেশ বাতিল পুর্বক অপেক্ষমান তালিকা হতে উক্ত শুন্য পদ পুরণ করা হবে।

paid peer volunteer application form

আবেদন যেভাবে: আগামী ১৭/১১/২০২২ খ্রিঃ তারিখের মধ্যে (ছুটির দিন ব্যতীত) অফিস চলাকালীন সময়ে সদস্য-সচিব, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) Paid Peer Volunteer নিয়ােগ কমিটি, বীরগঞ্জ, দিনাজপুর বরাবরে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

সেরা চাকরির খবরএকাধিক পদে চাকরি দিবে, ব্র্যাক ব্যাংক লিমিটেড

Source দৈনিক ভোরের ডাক