তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষার তারিখ ও সময়সূচি
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষা কবে জেনে নিন
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষার তারিখ: তুলা উন্নয়ন বাের্ড নির্বাহী পরিচালকের কার্যালয়, তুলা উন্নয়ন বোর্ড নিয়ােগ পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তুলা উন্নয়ন বাের্ড নিয়ােগ পরীক্ষার তারিখ রোলসহ যাবতীয় তথ্য এই পোস্টে উপস্থাপন করা হলো। তুলা উন্নয়ন বাের্ড (সিডিবি)’র ৭০টি শূণ্য পদে জনবল নিয়ােগের জন্য গত ২০/০৩/২০২০ তারিখ (শুক্রবার) বিকাল ৩.০০-৪.৩০ ঘটিকায় স্থগিতকৃত ৩য় শ্রেণিভুক্ত পদের মধ্যে সাঁট লিপিকার-কামকম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর এবং উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষা নিমছকে বর্ণিত কেন্দ্র, তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষা কবে : কেন্দের নামসহ বিস্তারিত তথ্য নিচে দেখুন-
১) সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
রোল-১২০০০০১-২০০৪৫৬
২) মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
রোল- ১৫০০০০১ – ১৫০০১৯১
৩) উচ্চমান সহকারী
রোল- ১৩০০০০১ – ১৩০১৫১০
তুলা উন্নয়ন বোর্ড নিয়ােগ পরীক্ষার তারিখ ও সময় দেখুন-
কেন্দ্রের নাম: ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল।
সময় ও তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২১(শনিবার) বিকাল ২.০০ হতে ৩.৩০ ঘটিকা পর্যন্ত।
ইতােমধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে বর্ণিত পদসমূহে আবেদনকারীগণের অনুকুলে পরীক্ষার তারিখ ও সময়সূচি সম্বলিত ম্যাসেজ/বার্তা প্রেরণ করা হয়েছে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশাবলী সিডিবি’র ওয়েবসাইটে (www.cdb.gov.bd) যথাসময়ে প্রকাশ করা হবে।
একনজরে তুলা উন্নয়ন বাের্ড-
তুলা এবং বস্ত্র উৎপাদনে বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য রয়েছে। মধ্য যুগে বাংলা সূক্ষ সুতার মসলিনের জন্য বিখ্যাত ছিল। মসলিন শাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় তুলা চাষ করা হতো ঢাকার আশপাশের উঁচু জমিতে। ১৯৭২ ইং সালে দেশে তুলার চাষ সম্প্রসারণ করার জন্য কৃষি মন্ত্রণালয়ের অধীনে তুলা উন্নয়ন বোর্ড গঠিত হয়। বর্তমানে তুলা গবেষণা ও সম্প্রসারণ কাজ তুলা উন্নয়ন বোর্ড সম্পাদন করছে। তুলা উন্নয়ন বোর্ড ১৯৫টি ইউনিট কার্যালয়, ১৩টি জোনাল কার্যালয় এবং ৪টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে তুলাচাষ সম্প্রসারণসহ তুলা উৎপাদন সংক্রান্ত সব কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
নোটিশ থেকে আরও
সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, ২৫ সেপ্টেম্বর
সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, ২৫ সেপ্টেম্বর