The news is by your side.

ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার-৪র্থ নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার | সেরা জবস

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার ২০২২

নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার : বি-২০২২ ব্যাচে নৌবাহিনী জাহাজের জন্য টেকনিক্যাল। শাখায় ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার-৪র্থ ভর্তি কার্যক্রম শুরু হয়েছে । নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার -এর বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি যানা যাবে নিচে দেয়া অফিসিয়াল নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিতে ।

নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার

পদের নাম: ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার-৪র্থ (নৌবাহিনী জাহাজের জন্য)
শিক্ষাগত যােগ্যতা: সরকার অনুমােদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ন্যূনতম সিজিপিএ ৩.০০ সহ নিম্নবর্ণিত বিষয়ে ডিপ্লোমা সম্পন্নকারী ও
ইঞ্জিনিয়ারিং শাখা – ডিপ্লোমা-ইন-মেরিন টেকনােলজি পাওয়ার/মেকানিক্যাল রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। ইলেকট্রিক্যাল শাখা – ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল। রেডিও ইলেকট্রিক্যাল শাখা – ডিপ্লোমা-ইন-ইলেকট্রনিক্স/কম্পিউটার/ ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন অর্ডন্যান্স শাখা – ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল/মেকাট্রনিক্স।
বয়স: ০১ জুলাই ২০২২ তারিখে ১৮-৩০ বৎসরের মধ্যে হতে হবে।
বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত। বাংলাদেশী পুরুষ নাগরিক।

ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার-৪র্থ নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার

শারীরিক যােগ্যতা, ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার সময়সূচী, ভর্তি পদ্ধতিসহ বিস্তারিত জানা যাবে অফিসিয়াল এই বিজ্ঞপ্তিতে

আবেদন ফি: ২০০/০০ (টাকা দুইশত) টাকা

আবেদন পদ্ধতি: Direct Entry Artificer-4th পদে আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এ Apply Now/ Check Now এ ক্লিক করে প্রথমেই ভর্তির জন্য প্রয়ােজনীয় সনদপত্রসহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল ০৮০০ ঘটিকায় নির্ধারিত তারিখে উপস্থিত থাকতে হবে ।

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার ২০২২

নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা ১২১৩, ফোন: ০২-৯৮৩৬১৪১-৯ বর্ধিত ২২১৫ হেল্প লাইন: ০১৭৬৯৭০২২১৫ (সকাল ০৮০০ – রাত ০৮০০ ঘটিকা),  www.joinnavy.navy.mil.bd অনলাইনে আবেদনের তারিখ : ১০ এপ্রিল – ২৮ এপ্রিল ২০২২ ।

Latest Jobs Newsপায়রা বন্দর কর্তৃপক্ষের একাধিক পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

See also  সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে একাধিক পদে চাকরি