The news is by your side.

টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল জরুরী নিয়ােগ বিজ্ঞপ্তি টিএমএসএস এ্যান্ড হেলথ সেক্টর-এ জনবল নিয়ােগের উদ্দেশ্যে নিম্নবর্ণিত পদসমূহের জন্য পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী প্রার্থীগণের নিকট হতে দরখাস্ত আহ্বান জানিয় লোকবল নিয়োগের লক্ষ্যে টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২0 প্রকাশ করেছে। টিএমএসএস এনজিও -এর প্রকাশিত পদে আবেদন করার আগে টিএমএসএস এনজিও -সংক্রান্ত এই আটিক্যালটি ভালোভাবে পড়ুন । এরপর  সংশ্লিষ্ট পদে আবেদনের যেসকল যোগ্যতা চেয়েছে তা আপনার একাডেমিক যোগ্যতার সাথে মিল আছে কিনা যাচাই করে টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ -এর  নির্দেশনা অনুসরন করে আবেদনের প্রস্তুতি নিন ।

টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পদের নাম : সহযােগী অধ্যাপক
পদের সংখ্যা : ৬৪ ঠি
আবেদন যোগ্যতা : পদভেদে ভিন্ন ।
বেতন-ভাতা :  

চিকিৎসা মহাবিদ্যালয়ের মেডিসিন, সার্জারী, অবস্ এন্ড গাইনী, পেডিয়েট্রিক, এ্যানেসথেসিওলজী, রেডিওলজী এ্যান্ড ইমেজিং, অর্থোপেডিক, চক্ষু, ওএমএস এবং নাক, কান ও গলা বিভাগে বিভিন্ন মেয়াদী BCPS অনুমােদিত প্রশিক্ষণ চলমান এছাড়া ট্রান্সফিউসন মেডিসিন বিভাগে পােস্ট গ্রাজুয়েশন কোর্স BSMMU অনুমােদিত আছে।

টিএমএসএস এনজিও নিয়োগ ২০২২

আগ্রহী প্রার্থীগণকে সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, ই-মেইল এ্যাড্রেস, মােবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে।

এনজিও নিয়োগ ভক্ষতি ২০২২

আবেবেধন পদ্ধতি  ০১ হতে ৬নং পদের আবেদনকারীগণকে আবেদনপত্র টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রােড, বগুড়া-৫৮০০ ঠিকানায় পৌছাতে হবে, অথবা আবেদন পত্রসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও চাহিদাকৃত নথিপত্রাদির স্ক্যান কপি প্রদত্ত ই-মেইল সকল পদের আবেদন tasshealth@gmail.com-এ প্রেরণ করতে হবে।

See also  স্কাইলাইন গ্রুপে 'স্টোর অফিসার' পদে চাকরি

আবদনের জমাদানের শেষ তারিখ ১০/১০/২০২২ইং।