The news is by your side.

জালালাবাদ ক্যান্টনমেন্ট বাের্ডে চাকরি, আবেদন ফি ১০০/-

Jalalabad Cantonment Board Sylhet

জালালাবাদ ক্যান্টনমেন্ট বাের্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : Jalalabad Cantonment Board Sylhet সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাসের নিয়ন্ত্রণাধীন জালালাবাদ ক্যান্টনমেন্ট বাের্ডের নিম্নবর্ণিত শূন্য পদগুলাে সরাসরি নিয়ােগের মাধ্যমে পূরণের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান জানিয়ে জালালাবাদ ক্যান্টনমেন্ট বাের্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে ।

জালালাবাদ ক্যান্টনমেন্ট বাের্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিষ্ঠানের নাম: জালালাবাদ ক্যান্টনমেন্ট বাের্ড, সিলেট
পদের নাম: মালী
পদের সংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

সর্বশেষ চাকরির খবর পেতে Google News অনুসরণ করুন

পদের নাম, বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষাগত যােগ্যতা আবেদন যোগ্য জেলা, বেতন স্কেল ও অন্যান্য যােগ্যতা জানতে অফিসিয়াল দেখুন।

জালালাবাদ ক্যান্টনমেন্ট বাের্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

জালালাবাদ ক্যান্টনমেন্ট বাের্ডে চাকরি

বয়সসীমা: প্রার্থীর বয়স আগামী ৩০/০৯/২০২২ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর থাকতে হবে। তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযােগ্য নয়।

আবেদন ফি : আবেদনকারীকে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, জালালাবাদ সেনানিবাস, সিলেট এর অনুকূলে সােনালী ব্যাংক লিমিটেড এর যে কোনাে শাখা থেকে ১০০/-(একশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযােগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

আবেদন ফরম:  প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত চাকরি ফরম ও প্রবেশপত্র জালালাবাদ ক্যান্টনমেন্ট বাের্ডের এই www.jcbs.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

Jalalabad Cantonment Board Sylhet

আবেদনের ঠিকানা : আগামী ০৫/০৯/২০১২ খ্রিস্টাব্দ তারিখ হতে ৩০/০৯/২০২২ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, জালালাবাদ সেনানিবাস, সিলেট-৩১০৪ ঠিকানা বরাবর আবেদনপত্র ডাকযােগে এ কার্যালয়ে পৌঁছাতে হবে।

See also  ইউনিটেক্স জুট ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | UNITEX GROUP Job Circular 2022
www.sherajobs.com offers government jobs opportunity for Bangladesh job seekers, visit leading career management portal – Sherajobs.com to get all Circular job in Bangladesh

চাকরির খবর ২০২২ | Job Circular 2022 | সেরা জবস

আপনি যদি চাকরি প্রত্যাশী হন তবে সর্বশেষ চাকরির খবর জানতে প্রতিদিন ভিজিট করুন – Leading Career Management Portal in Bangladesh :Sherajobs.com ওয়েবসাইট । এছাড়াও সেরাজবস ডটকম ওয়েবসাইটের অফিসিয়াল Facebook পেইজ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে  join facebook group  নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত প্রয়োজনীয় আপডেট তথ্য জানতে পারবেন।

Source বাংলাদেশ প্রতিদিন