জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে দুই পদে চাকরির সুযোগ
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের রাজস্ব খাতের নিম্নোক্ত শূন্য পদগুলােতে অস্থায়ীভাবে লােক নিয়ােগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান জানিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ হয়েছে ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রতিষ্ঠানের নাম | জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর |
চাকরির ধরন | সরকারি চাকরি |
পদসংখ্যা | ০২টি |
আবেদনের সময়সীমা | ১৫ জুলাই ২০২২ |
আবেদন পদ্ধতি | www.mopa.gov.bd |
পদের নাম: ইলেক্ট্রিশিয়ান
পদের সংখ্যা: ০১টি
শিক্ষাগত যােগ্যতা: কোন স্বীকৃত বাের্ড হতে বিজ্ঞানে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ২ (দুই) বৎসরের ইলেক্ট্রিক্যাল বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে শর্ত থাকে যে, ‘ক’ অথবা ‘খ’ শ্রেণির লাইসেন্সধারী প্রার্থীগণকে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- টাকা
পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ০১টি
শিক্ষাগত যােগ্যতা: অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা সমমানের শিক্ষাগত যােগ্যতাসহ সুঠাম স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ৮২৫০-২০০১০/- টাকা
বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ১৫ জুলাই ২০২২ খ্রি: তারিখে অনুর্ধ্ব ৩০ বৎসর এবং মুক্তিযােদ্ধা ও শহীদ মুক্তিযােদ্ধার সন্তান, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর প্রার্থীদের বয়স ৩২ বৎসরের মধ্যে হতে হবে। বয়সের বেলায় এফিডেভিট গ্রহণযােগ্য নহে। মহিলা ও অন্যান্য কোটার ক্ষেত্রে প্রচলিত সরকারি নীতিমালা/বিধিবিধান প্রযােজ্য হবে।
আবেদন ফি: আবেদনপত্রের সাথে বাংলাদেশের যে কোনাে তফসিলি ব্যাংক থেকে মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকা-এর অনুকূলে প্রার্থীদের ১০০/- (একশত) টাকার অফেরতযােগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ ২০২২
আবেদনের ঠিকানা: আবেদনপত্র ডাকযােগে মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর আগামী ১৫ জুলাই২০২২ তারিখ অফিস সময়ের মধ্যে পৌঁছাতে হবে। সরাসরি দাখিলকৃত কোন আবেদনপত্র এবং নির্ধারিত তারিখ উত্তীর্ণের পর ডাকযােগে বা অন্য কোনভাবে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ তথ্যমতে সরকার নির্ধারিত চাকুরির আবেদন ফরমে আবেদন দাখিল করতে হবে। আবেদন ফরমের নমুনা এ অফিসের website: www.nmst.gov.bd থেকে বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের website: www.mopa.gov.bd থেকে ডাউনলােড করা যাবে বা অফিসের নােটিশ বাের্ডে পাওয়া যাবে।
আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ: ১৫/০৭/২০২২ খ্রিস্টাব্দ।