ইউএনএইচসিআর নিয়োগ ২০২১ : Unhcr Bangladesh Jobs জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (United Nations High Commissioner for Refugees) সংক্ষেপে বলা হয় UNHCR’ জাতিসংঘের কার্যত একটি আন্তর্জাতিক সংস্থা যার দায়িত্ব হচ্ছে জাতিসংঘ বা কোন দেশের সরকারের অনুরোধে স্বদেশহীন, বাস্তুহারা, বিতাড়িত, মাতৃভূমিচ্যূত শরণার্থীদেরকে রক্ষা ও সহযোগতা করে তাদের অবস্থাকে সমর্থন যোগানো এবং নিজ দেশে ফেরা বা যথোপযুক্ত পুনর্বাসনের প্রয়োজনয় ব্যবস্থা গ্রহণ করা। UNHCR ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
ইউএনএইচসিআর নিয়োগ ২০২১
UNHCR নোবেল শান্তি পুরস্কার লাভ করে দুইবার, ১৯৫৪ এবং ১৯৮১সালে । বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ২০১৬ থেকে কর্মরত। তিনি একাদশতম (১১শ তম) হাইকমিশনার। জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের সদর দপ্তর (Switzerland) সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। তাদের ১৩৫ টি দেশে প্রায় ১৭,৩০০ জন কর্মী রয়েছে। আপনিও চাইলে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনে চাকরির আবেদন করতে পারেন।
Unhcr Bangladesh Jobs 2021
কারন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জনবল নিয়োগ লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে মোট ১৩ পদে লোক নিয়োগ দিতেই ইউএনএইচসিআর নিয়োগ ২০২১ প্রকাশ করা হয়েছে। ইউএনএইচসিআর নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।
ইউএনএইচসিআর নতুন নিয়োগের পদগুলো হল-
- ইউএনএইচসিআর নিয়োগ পদের বিবরণ
- অ্যাসিস্ট্যান্ট পাবলিক হেলথ অফিসার
- অ্যাসিস্ট্যান্ট ওয়াশ অফিসার
- অ্যাসোসিয়েট ওয়াশ অফিসার
- সিনিয়র কমিউনিকেশনস
- সিনিয়র শেল্টার অ্যাসোসিয়েট
- অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স অফিসার
- এক্সটার্নাল রিলেশনস অ্যাসোসিয়েট
- এনার্জি অ্যাসোসিয়েট
- প্রজেক্ট কন্ট্রোল অ্যাসোসিয়েট
- হিউম্যান রিসোর্স অ্যাসোসিয়েট
- অ্যাসোসিয়েট রেজিস্ট্রেশন অ্যান্ড আইডেন্টিটি ম্যানেজমেন্ট অফিসার
- অ্যাসিস্ট্যান্ট ইন্টার-অ্যাজেন্সি কো–অর্ডিনেশন অফিসার
- সিনিয়র হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট
UNHCR Jobs Portal –Bangladesh
ইউএনএইচসিআর নিয়োগ ২০২১ সবগুলো পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন আলাদা। এসব পদে নিয়োগ পেলে কর্মস্থল হবে কক্সবাজার। আবেদনের বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।
Unhcr Bangladesh Jobs
জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনে চাকরিতে যেভাবে আবেদন : আগ্রহী প্রার্থীদের এই লিংকে গিয়ে যথাযথ পদক্ষেপ অনুসরণ করে আবেদন করতে হবে।
জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশে চাকরিতে আবেদনের শেষ তারিখ: ৫ ডিসেম্বর ২০২১।
- Clear Aligner Dental Centers Near Me — Where’s the Most Reliable Place to Go?
- PPF Benefits in Orlando: How Paint Protection Film Keeps Your Car Looking New
- 10 Figma’s Non-Obvious Features That Will Make Your Work Easier
- How to Get More Followers on Facebook: 15+ Ways (2024)
- অসংখ্য পদে জনবল নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ