The news is by your side.

জর্ডানে ‘মানবসম্পদ কর্মকর্তা’ পদে চাকরি

Boesl Notice Board 2022 জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Boesl Notice Board 2022 জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডানের ম্যাস অ্যাক্টিভ আল শাফী কোম্পানিতে নারী মানবসম্পদ কর্মকর্তা নেওয়া হবে। জর্ডানে থাকা ও খাওয়া ফ্রি। এ ছাড়া জর্ডানে যাওয়া-আসার বিমানভাড়া কোম্পানি বহন করবে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আজই আবেদন করুন।

জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নামঃ মানবসম্পদ কর্মকর্তা -নারী
পদের সংখ্যাঃ ০৩ জন
আবেদন যোগ্যতাঃ জর্ডানের ম্যাস অ্যাক্টিভ আল শাফী কোম্পানিতে ‘মানবসম্পদ কর্মকর্তা’ পদে আবেদনে আগ্রহী প্রার্থীকে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে এবং বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছর।

চাকরির শর্তসমূহ
আবেদনকারীকে অবশ্যই ইংরেজি ও বাংলায় বলা এবং লেখায় পারদর্শী হতে হবে। সেইসাথে হিন্দি ও শ্রীলঙ্কান ভাষায় কথা বলা জানতে হবে। কম্পিউটার চালনায় (মাইক্রোসফট এক্সেল/ওয়ার্ড এবং ই-মেইল) পারদর্শী হতে হবে।

কাজের সময়
প্রতিদিন ৮ ঘণ্টা করে সাপ্তাহে ০৬ দিন কাজ করতে হবে। চাকরির মেয়াদ ০৩ বছর। জর্ডানে যাওয়া এবং চুক্তি শেষে বাংলাদেশে ফিরে আসার বিমানভাড়া কোম্পানি বহন করবে।

বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি 2022

বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি 2022

বেতন ও সুযোগ-সুবিধা
মাসিক বেতন ২৯,৩৮৫-৩৩,৩৯২ টাকা। জর্ডানে থাকা ও খাওয়া ফ্রি। এ ছাড়া বসবাসের জন্য আসবাবসহ কর্মস্থলে যাতায়াতের পরিবহন খরচও কোম্পানি বহন করবে।

boesl notice 2022

আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে দুই কপি জীবনবৃত্তান্ত, পাসপোর্টের ফটোকপি, সব শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদসহ আবেদন করতে হবে। ১৩ সেপ্টেম্বর ২০২২ বেলা ০৩টার মধ্যে বোয়েসেল অফিসের অভ্যর্থনাকক্ষে সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে। বিস্তারিত জানতে  boesl notice লিংকে ক্লিক করুন।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর আরও খবর জানতে এই লিংকে প্রবেশ করুন।

See also  Alim Knit Ltd Job Circular 2023 - গার্মেন্টস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩