The news is by your side.

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য চাকুরী মেলা ২০২২ অনলাইন আবেদন প্রক্রিয়া

3

প্রতিবন্ধী চাকরি মেলা ২০২২ :  কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে দক্ষতাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি চাকুরী মেলার আয়ােজন করতে যাচ্ছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য চাকুরি মেলা ২০২২

বিসিসির “তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিড়িসহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” প্রকল্প এবং সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি) এ চাকুরী মেলার আয়ােজনে অন্যতম প্রধান সহযােগিতাকারি প্রতিষ্ঠান। এ মেলায় অংশগ্রহণে আগ্রহী চাকুরীদাতা প্রতিষ্ঠান এবং চাকুরীপ্রার্থী প্রতিবন্ধী ব্যক্তিগণকে নি ঠিকানায় যোগাযোগ করতে অনুরােধ জানানাে যাচ্ছে।

প্রতিবন্ধী চাকরি মেলা ২০২২ অনলাইন আবেদন

প্রতিবন্ধী চাকরি মেলা ২০২২ তারিখ: ৩০ জানুয়ারী ২০২২, রবিবার • সময়ঃ সকাল ৯:৩০ ঘটিকা।
প্রতিবন্ধী চাকরি মেলা ২০২২ স্থান: এনজিও বিষয়ক ব্যুরাে, প্রট-ই-১৩/বি, আগাঁরগাওঁ, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭

জনাব সজীব ওয়াজেদ জয়

মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা

বিস্তারিত তথ্য এবং অংশগ্রহণকারী চাকুরীপ্রার্থীগন নিচে দেয়া ঠিকানায় বায়োডাটা প্রেরণ করতে ও আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এ লিংকে প্রবেশ করে।

মাননীয় প্রতিমন্ত্রী।
জনাব মােঃ গোলাম রববানী।

জনাব মােঃ আক্তার হোসেন।

এনালিস্ট (ফরেনসিক), বিসিসি
প্রােগ্রাম অফিসার, সিএসআইডি ই-মেইলঃ jobfairpwdbcc2022 (@gmail.com | মোবাইলঃ ০১৮১০-১৫০১৯৬

প্রতিবন্ধী চাকরি মেলা ২০২২ অনলাইনে আবেদন করুন ।

3 Comments
  1. Sagar Ghosh says

    নাম, সাগর ঘোষ, গ্রাম, গোপীবল্লভপুর, পোস্ট, আলাপুর , থানা, গোপীবল্লভপুর, জেলা ঝাড়গ্রাম ক্লাস, 12

    1. সেরা জবস says

      apply online

  2. MD Suhag sorder says

    মোঃ সুহাগ সরদার

Leave A Reply

Your email address will not be published.