The news is by your side.

গেইটম্যান ট্রাফিক নিয়োগ ২০২২ | রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

গেইটম্যান ট্রাফিক নিয়োগ ২০২২ : বাংলাদেশ রেলওয়ের নিম্নেবর্ণিত রাজস্বখাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিস্ত শর্তসাপেক্ষে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে দরখাস্তের আহবান জনিয়ে গেইটম্যান ট্রাফিক নিয়োগ ২০২২ প্রকাশ করেছে । রেলওয়ে নিয়োগ ২০২২ অনুসারে গেইটম্যান ট্রাফিক পদে যোগ্যতাপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবন আপনিও । বাংলাদেশ রেলওয়ের গেইটম্যান (ট্রাফিক) পদে ৬৮৪ জনকে চাকরির সুযোগ দিবে বাংলাদেশ রেলওয়ে । তাই আগ্রহ ও যোগ্যতা থাকলে আজই আবেদনর প্রস্তুতি নিন ।

গেইটম্যান ট্রাফিক নিয়োগ ২০২২

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ রেলওয়ে
চাকরির ধরনসরকরি চাকরি
পদসংখা৬৮৪টি
আবেদনের সময়সীমা১৮ জুলাই, ২০২২ বিকাল ০৫.০০ টা
আবেদন পদ্ধতিhttp://br.teletalk.com.bd/
সূত্রrailway.gov.bd

পদের নাম: গেইটম্যান (ট্রাফিক)
পদের সংখ্যা: ৬৮৪ টি
শিক্ষাগত যােগ্যতা: কোনাে স্বীকৃত শিক্ষা বাের্ড হতে এস,এস,সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা (গ্রেড-২০)
যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: পাবনা ও লালমনিরহাট জেলা বর্তীত সকল জেলার প্রার্থী আবদন করতে পারবেন । তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পােষা কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

রেলওয়ে নিয়োগ ২০২২ সার্কুলার Railway Job Circular 2022

আবেদন ফি: যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও teletalk এর সার্ভিস চার্জ সহ মােট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

আবেদন যেভাবে: আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীঃ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://br.teletalk.com.bd/ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। বাংলাদেশ রেলওয়ের গেইটম্যান (ট্রাফিক) পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল এই ওয়েবসাইটেও পাওয়া যাবে।

আবেদনের সময়সীমা
পরীক্ষার ফি জমাদান শুরার তারিখ ও সময় ০৬ ‘জুন, ২০২২ সকাল ১০.০০ টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ১৮ জুলাই, ২০২২ বিকাল ০৫.০০ টা।

See also  বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে চাকরি, বেতন ৬৭০১০/- টাকা